নয়াদিল্লিঃ পাকিস্তানি নাগরিকদের (Pakistani Nationals) ভিসার (Visa)মেয়াদ শেষ। গত রবিবারই শেষ হয়েছে সার্ক ভিসার মেয়াদ। আজ, মঙ্গলবার শেষ হচ্ছে মেডিক্যাল ভিসার মেয়াদ। এরপর ভারতে থাকলে সেই পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে পারবে ভারত সরকার। মোদী সরকারের ভিসা বাতিলের নির্দেশ আসার পর আটারি-ওয়াঘা সীমান্তে বেড়েছে পারাপারের ভিড়। ভারত ছেড়ে পাকিস্তানে যাচ্ছেন সেদেশের বাসিন্দারা। অনেকেই ভারত ছাড়ার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এবার সংবাদমাধ্যমের সামনে ভেঙে পড়লেন আরও এক পাকিস্তানি মহিলা।
মাঝপথে চিকিৎসা, কিন্তু ফিরে যেতে হবে পাকিস্তানে, ক্ষোভে ফুঁসছেন পাকিস্তানি মহিলা
মেডিক্যাল ভিসা নিয়ে পাকিস্তান থেকে ভারতে এসেছিলেন তিনি। কিন্তু আর এদেশে থাকার অনুমতি নেই, এবার ফেরার পালা। ফেরার আগে সংবাদমাধ্যমের সামনে তিনি বলে, "আমাদের কী দোষ?" তাঁর কথায়, "ভারতে চিকিৎসার জন্য আসা। এখন মাঝপথে এভাবে চলে যেতে হচ্ছে। আমরা কী দোষ করেছি? এভাবে সমস্যার মুখে পড়তে হবে ভাবিনি।" সীমান্তে আর এক পাকিস্তানি মহিলা বলেন, "১০ বছর আগে বিয়ে করে ভারতে এসেছি। তখন থেকে দিল্লিতে রয়েছি। কোভিড-১৯ এর সময় আমার ভিসার মেয়াদ শেষ হইয়ে গিয়েছে। আমার কাছে 'নোরি ভিসা' রয়েছে। এখন সব ছেড়ে চলে যেতে হচ্ছে পহেলগাঁও হামলার জন্য। আমাদের কী দোষ? কেন আমাদের এই শাস্তি পেতে হল?" এই মহিলার মতোই বিপাকে পড়েছেন পাকিস্তানের সামরিন। মাত্র ৪৫ দিনের ভিসা নিয়ে ভারতে এসেছিলেন তিনি। ভারতীয় যুবকের সঙ্গে বিয়ে করে সংসার পাতেন। ভারতে পাকাপাকিভাবে থাকার জন্য ভিসার আবেদনও করেন কিন্তু সেই ভিসা হাতে পাওয়ার আগেই সমস্ত ভিসা বাতিলের নির্দেশ দেয় ভারত সরকার। তাই সদ্য বিবাহিত স্বামী ও নতুন সংসার ছেড়েই তাঁকে নিজের দেশে পাকিস্তানে ফিরে যেতে হচ্ছে।
চিকিৎসার মাঝেই ভিসা বাতিল, পাকিস্তানে ফেরার আগে ক্ষোভে ফেটে পড়লেন মহিলা
"What Is Our Fault?" Pakistanis Question As Medical Visa Deadline Endshttps://t.co/DORuIhu618 pic.twitter.com/PmZpcful99
— NDTV (@ndtv) April 29, 2025