কোচি: কেরালার কাক্কানাদ এলাকায় একটি জেলটিন কারখানায় (Gelatin Factory) বিস্ফোরণ ঘটেছে। দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার কাক্কানাদের নিত্তা জেলাটিন কোম্পানির ডাস্টবিনের স্টোরেজ এলাকায় বিস্ফোরণটি ঘটে। মৃতের নাম রাজন ওরাং, তিনি পাঞ্জাবের বাসিন্দা। আহতরা হলেন নজিব, সনিশ, পঙ্কজ ও কৌশিকি।
ফায়ার ফোর্সের কর্মীদের মতে, কারখানার ইউনিটে স্তূপ করা ক্যানের মধ্যে রাত ৮টার দিকে বিস্ফোরণ ঘটে। শ্রমিকরা ক্যান্টিন থেকে কারখানার দিকে হেঁটে যাওয়ার সময় একটি ক্যান বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হয়।
দেখুন
Kerala: One dead, 4 injured in explosion at gelatin factory in Kochi
Read @ANI Story | https://t.co/KgCKLYp0nS#Kerala #explosion #factory pic.twitter.com/1PrAYdMT0W
— ANI Digital (@ani_digital) September 20, 2023
পুলিশ সূত্রে আরও খবর, বুধবার বিস্ফোরণস্থলে ফরেনসিক বিশেষজ্ঞদের দ্বারা বিস্তারিত পরীক্ষা হবে। তার পরেই বিস্ফোরণের বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানো হবে। ঘটনার তদন্ত চলছে।