কর্ণাটকের কালাবুরাগী এলাকায় একটি স্কুটার (Ola Electric Scooter) সংস্থার শোরুমে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বুধবার দুপুরেই ঘটনাটি ঘটে। তবে কোনও যান্ত্রিক গোলোযোগের কারণে নয়। বরং আগুন লাগল এক ব্যক্তির কারণে। ২৬ বছর বয়সী মহম্মদ নাদিম নামে এক যুবক ওলার সংস্থার স্কুটি ব্যবহার করে এতটাই অসন্তুষ্ট হয়ে পড়েছেন যে দোকানে পেট্রল নিয়ে গিয়ে আগুন লাগিয়ে দেয়। এই দুর্ঘটনার জেরে ক্ষতিগ্রস্থ হয়েছে শোরুমে রাখা একাধিক স্কুটি। ঘটনাস্থলে দমকল বাহিনী এসে ইতিমধ্যেই আগুন নেভানোর কাজ শুরু করেছে। তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর। পুলিশসূত্রে খবর, ক্ষয়ক্ষততির পরিমান কমপক্ষে সাড়ে ৮ লক্ষ টাকা। আগুন লাগানোর পর দোকানের সামনেই দাঁড়িয়েছিলেন অভিযুক্ত যুবক। পরে ঘটনাস্থলে পুলিশ এসে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গত মাসেই পেশায় মেকানিকাল ইঞ্জিনিয়ার নাদিম ওই শোরুম থেকে স্কুটি কিনেছেন। কিন্তু কেনার পর থেকেই একাধিক সমস্যা শুরু হয়। প্রতিবারই শোরুমে গিয়ে ঠিক করার জন্য আবেদন করে সে। কিন্তু সমস্যার সমাধান হচ্ছিল না। বিগত কয়েকদিন ধরে শোরুমের কর্মী ও মালিকের সঙ্গে এই নিয়ে বিবাদেও জড়ায়। আর তারপরেই গত মঙ্গলবার পরিণতি ভালো না হওয়ার হুমকি দেয় ওই যুবক। আর আজ দোকানে পেট্রল নিয়ে এসে হুমকি দেয়। তার কিছুক্ষণ পরেই শোরুমে আগুন লাগিয়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, ওলা সংস্থা নিজেদের স্কুটিকে নম্বর ওয়ান বলে প্রচার করলেও বিগত কয়েক বছরে হাজারো যান্ত্রিক ত্রুটির অভিযোগ তুলেছেন গ্রাহকরা। এই নিয়ে প্রথম থেকেই সমস্যায় ভুগছিল সংস্থার কর্তৃপক্ষ। এবার সেই সমস্যার পরিপ্রেক্ষিতে এত বড় ঘটনা ঘটবে তা কল্পনাও করতে পারেননি কর্মীরা।