নয়ডা, ৯ মার্চঃ নির্মমভাবে পিটিয়ে খুন পথ কুকুরকে। গ্রেটার নয়ডার (Noida) সোসাইটি এলাকার একটি পথ কুকুরকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ৩-৪ জন সোসাইটি গার্ডের বিরুদ্ধে। সোসাইটির ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক সদস্য বুধবার ওই চার নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে থানায় এফআইআর (FIR) দায়ের করেছেন।
পুলিশ সূত্রে খবর, গত ৬ মার্চ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক মহিলা সদস্য থানায় অভিযোগটি দায়ের করেন। তিনি অভিযোগে জানান, সোসাইটির যে কুকুরটিকে তিনি এবং আরও কয়েকজন মিলে খেতে দিতেন সেই কুকুরটিকে নিরাপত্তারক্ষীরা মিলে পিটিয়ে খুন করেছে। গত ৪ মার্চ কুকুরটিকে পিটিয়ে খুন করে তার দেহ ছুঁড়ে ফেলে দেয়।
পুলিশ আরও জানায়, ভারতীয় দণ্ডবিধির অধীনে ৩৪, ১২০ বি, ৪২৯ ধারা এবং পশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইনের অধীনেও অভিযোগ দায়ের কড়া হয়েছে। অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ।