এনডিআরএফ (Photo Credits: ANI)

মুম্বই, ২ জুন: ধেয়ে আসছে নিসর্গ ঘূর্ণিঝড় (Nisarga Cyclone)। খবর পেয়েই মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে তৈরি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতির সামাল দিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর মোট ১৬টি দল মুম্বইতে পৌঁছেছে। প্রতিটি দলের সঙ্গেই রয়েছেন ৪৫ জন জওয়ান। সমগ্র মহারাষ্ট্রজুড়ে সতর্কতা জারি হয়েছে। এই মুহূর্তে উপকূলবর্তী এলাকায় পরিস্থিতি বুঝে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১০টি দলকে নিয়োগ করা হয়েছে। হাতে রাখা হয়েছে বাকি ৬টি দলকে। প্রয়োজন মতো তাদের পরে অকুস্থলে নামানো হবে। মনে করা হচ্ছে নিসর্গ ঘূর্ণিঝড় আগামী কাল বুধবার ৩ জুন মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে চলেছে।

উপদ্রুত এলাকার মধ্যে পড়তে পারে সিন্ধুদুর্গ, রত্নগিরি, রায়গড়, থানে, মুম্বই শহর ও শহরতলি এবং পালঘর এলাকা। ইতিমধ্যেই এই সব এলাকায় সতর্কতা জারি করেছে মৌসম ভবন। একইভাবে গুজরাটের উপকূলবর্তী এলাকায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১১টি দলকে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১টি দল রয়েছে দমন-দিউতে। দাদরা এবং নগর হাভেলিতে রয়েছে পাঁচটি দল। দক্ষিণ গুজরাটের সুরাট, নভসারি, ভালসাদ, দাং এবং ভারুচ-সহ ভাবনগর, আমরেলি, সৌরাষ্ট্র ও কেন্দ্রীয় শাসিত অঞ্চল দমনে জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ১২ ঘণ্টায় ঘূর্ণিঝড় শুরু হবে। তার পরের ১২ ঘণ্টায় ভয়াবহ আকার নেবে নিসর্গ ঘূর্ণিঝড়। আরও পড়ুন-COVID-19 Cases In India: ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৮, ১৭১, দেশে মোট কোভিড রোগীর সংখ্যা ২ লাখ ছুঁই ছুঁই

বুধবার বিকেলের পর দমন ও মহারাষ্ট্রের হরিহরেশ্বরের মাঝামাঝি কোনও তট দিয়ে আরব সাগরের ঘূর্ণিঝড় স্থলভাগে ঢুকতে পারে। সোমবার রাত পর্যন্ত যা ইঙ্গিত, ঘূর্ণিঝড় সরাসরি আঘাত হানতে পারে মুম্বইতেই। ফলে ঘণ্টায় ১২৫ কিলোমিটার গতিবেগের ঝড়ের সঙ্গে প্রবল বর্ষণের আশঙ্কা বাণিজ্যনগরীতে। দুই রাজ্যই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে। ইতিমধ্যেই ওমান উপকূলে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সেটি দুর্বল হওয়ার আগেই গভীর নিম্নচাপ পরিণত হয়েছে গোয়া লাগোয়া আরব সাগরের অন্য নিম্নচাপটি। আজ, মঙ্গলবার সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তার পরও শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। নিসর্গ উপকূলে ঢোকার সময় ঘণ্টায় সর্বোচ্চ ১২৫ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।