Tahawwur Rana (Photo Credit: X)

২৪ ঘন্টা আগে ভারতে এসেছে ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী তাহাউর রানা (Tahawwur Rana)। গ্রেফতারির পর পাটিয়ালা হাউস কোর্টে পেশ করে ১৮ দিলের জেল হেফাজতে নেয় এনআইএ। তারপর থেকে তাঁকে ম্যারাথন জেরা শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা। যদিও এখনও পর্যন্ত সেভাবে কোনও প্রশ্নের উত্তর দিচ্ছে না তাহাউর। এনআইএ সূত্রে খবর, শুক্রবার বিকেল থেকে এখনও পর্যন্ত তিন ঘন্টা জেরা করা হয়েছে। কিন্তু কোনও প্রশ্নেরই উত্তর দিচ্ছে না তাহাউর। তদন্তকারীদের এখন প্রধান লক্ষ্য, কুখ্যাত এই জঙ্গির পরিবার ও বন্ধুবান্ধবদের হদিশ পাওয়া।

গত বৃহস্পতিবার রাতে আদালতে যখন পেশ করা হয় তখন এনআইএ আধিকারিকরা দাবি করেন, মুম্বই ছা়ড়াও দেশের বিভিন্ন প্রান্তে একই ধরনের হামলার ছক করেছিল তাহাউর। তালিকায় ছিল কলকাতার মতো শহরও। ফলে তাঁকে হেফাজতে নেওয়ার পর তদন্তকারীদের প্রধান উদ্দেশ্য তাহাউরের পরিকল্পনা কী ছিল, পাকিস্তানের কোন জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তাঁর যোগ ছিল, এই সমস্তকিছু জানার চেষ্টা করা হচ্ছে।

তাহাউরকে হেফাজতে নেওয়ার পর এনআইএ-এর সদর দফতরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। কারণ সেখানেই একটি বিশেষ সেলে বন্দি রয়েছে সে। বিছানাা, শৌচাগার সমস্ত কিছু রয়েছে এই সেলে। সেই সঙ্গে তাঁকে নজরে রাখতে অত্যাধুনিক মানের সিসিটিভি ক্যামেরা। এছাড়া ডিজিটাল নিরাপত্তা, সেলের বাইরে দাঁড়িয়ে থাকা সিআইএসএফ জওয়ানদের কাছে হাইটেক গ্যাজেট সমস্ত কিছুই রাখা রয়েছে।