Representational image(Photo Credit: ANI)

নয়াদিল্লি: উত্তরপ্রদেশের বস্তি জেলায় বিয়ের মাত্র ৭ দিনের মাথায় স্বামীকে খুন। অভিযুক্ত রুকসানা এবং তার প্রেমিক রিঙ্কুকে গ্রেফতার (Arrested) করেছে পুলিশ। সূত্রে খবর, বিয়ের আগে থেকেই রুকসানার সঙ্গে রিঙ্কুর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ে হওয়ার পরও তারা সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন।

পুলিশ জানিয়েছে যে রুকসানা এবং তার প্রেমিক দুই বছর ধরে সম্পর্কে ছিল, বিয়ের পরেও কথা বলত এবং যৌথভাবে হত্যার পরিকল্পনা করেছিল। বৃহস্পতিবার পরশুরামপুর থানার অন্তর্গত বেদিপুর গ্রামের বাসিন্দা আনিস (২৫) তার বাড়ির বাইরে সন্ধ্যায় হাঁটছিলেন। ঠিক তখনই তাঁর স্ত্রীর প্রেমিক রিঙ্কু (২২) তাঁর কাছে এসে পথ জিজ্ঞাসা করার অজুহাত দেখিয়ে তাঁকে কিছুটা দূরে নিয়ে যায়, তারপর তাঁর কপালে একটি পিস্তল দিয়ে গুলি চালায়। আরও পড়ুন: Israel Finds Hamas Tunnel Video: হামাসের গুপ্ত সুড়ঙ্গের খোঁজ, অন্ধকার কূপে বন্ধ রেখে অত্যাচার, দেখুন ভিডিয়ো

আনিস গত ১০ নভেম্বর মুম্বই থেকে তাঁর গ্রামে ফিরে আসেন, যেখানে তিনি হাইড্রা ক্রেন অপারেটর হিসেবে কাজ করতেন। ১৩ নভেম্বর গোন্ডার রুখসানাকে (২০)  বিয়ে করেন।