নয়াদিল্লিঃ মাত্র তিন দিন আগে ঘটা করে পাটনায় জেপি গঙ্গা সেতু (JP Ganga Setu Bridge)উদ্বোধন করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (CM Nitish Kumar)। আর তিনদিনের মধ্যেই ফাটল (Crack) ধরল ওই সেতুতে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়েছে জেপি গঙ্গা সেতুর একটি ভিডিয়ো (Video)। যাতে স্পষ্ট ফাটল। জানা গিয়েছে, পাটনার দিদারগঞ্জের কাছে সেতুন এ-৩ নম্বর পিলারে ফাটল ধরেছে। ওই পিলারের উভয় দিকেই ফাটল দৃশ্যমান।
ফাটল ধরল নবনির্মিত জেপি গঙ্গা সেতুতে
প্রসঙ্গত, তিনদিন আগেই এই সেতুর উদ্বোধন করেন নীতিশ কুমার। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি, বিজয় কুমার সিনহা। এ ছাড়া উপস্থিত ছিলেন সে রাজ্যের সড়ক মন্ত্রী নীতিন নবীন ও বিধানসভার স্পিকার নন্দ কিশোর যাদব। গঙ্গার উপর দিয়ে যাতায়াতের সুবিধার জন্য বানানো হয় এই সেতু। এই সেতু নির্মাণে খরচ হয়েছে মোট ৩,৮৩১ কোটি টাকা। উদ্বোধনের পরদিন থেকেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় এই সেতু। নবনির্মিত সেতু দিয়ে যাতায়াত করতে থাকে যানবাহন। আর সেই চাপ সহ্য করতে না পেরেই ফাটল ধরে বলে অনুমান।
কিন্তু এত কমদিনের মধ্যেই এই অবস্থায় কী করে হয় নবনির্মিত সেতুর? তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। শুধু তাই নয়, বিরোধীদের দাবি আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে তড়িঘড়ি উদ্বোধন করা হয়েছে এই সেতু। ফলে নির্মাণের জন্য প্রয়োজনীয় সময় দেওয়া হয়নি বলে দাবি বিরোধীদের। সঠিক পরীক্ষা-নিরীক্ষা না করেই সেতু উদ্বোধন করে দেওয়া হয়েছে বলে অভিযোগ এনেছেন কেউ-কেউ।
৩ দিনের মধ্যেই ফাটল ধরল ৩,৮৩১ কোটির সেতুতে
Cracks on JP Ganga Setu Bridge: Newly Constructed Bihar Bridge Built Along Ganga River at Cost of INR 3,831 Crore Develops Cracks 3 Days After Inauguration (Watch Video)https://t.co/sOgkV4aL7d#Bihar #Patna #JPSetu
— LatestLY (@latestly) April 14, 2025