নয়া দিল্লি, ১৮ এপ্রিলঃ বৃদ্ধি পাচ্ছে এয়ার ইন্ডিয়া বিমান সংস্থার কর্মীদের বেতন (Salary Hike for Air India Employees)। টাটা মালিকানাধীন (Tata Group) এয়ারলাইন সংস্থা এয়ার ইন্ডিয়া তার পাইলট থেকে শুরু করে কেবিন ক্রু সমস্ত বিমান কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, বিভিন্ন বিভাগে কর্মীদের জন্যে নতুন বেতন পরিকাঠামো আনছে এয়ার ইন্ডিয়া (Air India)।
টাটা মালিকানাধীন বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া (Air India) কর্মীদের জন্যে আগামী পাঁচ বছরের নতুন বেতন পরিকাঠামো (Air India New Pay Structure ) তৈরি করেছে। এই নতুন বেতন পরিকাঠামোর অধীনে রয়েছে এয়ার এশিয়া ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীরা। ২,৭০০ জন এয়ার ইন্ডিয়া বিমান চালকের বেতন বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে ৫,৬০০ জন কেবন ক্রুর বেতন বাড়ানো হচ্ছে।
এছাড়া এও জানা গিয়েছে, যে সমস্ত সিনিয়র বিমান চালকরা চার পাঁচ বছর ধরে কম্যান্ডার হিসাবে কাজ করে আসছেন তাঁদের পদন্নোতি ঘটবে এবং তাঁরা সিনিয়র কম্যান্ডর হসাবে কাজ করবেন।
সংস্থার ট্রেনি কিংবা নবিশ সে সকল কেবন ক্রু রয়েছেন তাঁদের বেতনও ২০% বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে।