প্রতীকী ছবি (File Image)

নয়াদিল্লি: রাজস্থানের কোটায় জম্মু-কাশ্মীরের এক নিট প্রার্থী (NEET-Aspirant) আত্মহত্যা করেছেন। জিশান নামের ছাত্রীটি কোটায় মহাবীর নগর এলাকায় থেকে নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ সূত্রে খবর, ছাত্রটি তাঁর হোস্টেলের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

রাজস্থানের কোটা ভারতের কোচিং হাব হিসেবে পরিচিত, NEET এবং JEE-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীর গন্তব্য। তবে তীব্র প্রতিযোগিতার ফলে মানসিক চপের কারণে এখানে আত্মহত্যার সংখ্যা দিন দিন বাড়ছে। সুপ্রিম কোর্ট সম্প্রতি এই বিষয়ে রাজস্থান সরকার এবং কোটা পুলিশকে তীব্র ভর্ৎসনা করেছে, প্রশ্ন তুলেছে যে কেন এই ধরনের ঘটনা বারবার ঘটছে এবং কেন এফআইআর নথিভুক্ত করা হচ্ছে না। আরও পড়ুন: Kerala Shocker: সেবার নামে বৃদ্ধকে নিয়মিত মারধর, আয়ার অত্যাচারে মৃত্যু রোগীর

কোটায় ফের আত্মহত্যা

আত্মহত্যা কোন সমাধান নয়

আপনার মাথায় যদি আত্মহত্যার চিন্তা আসে, অথবা আপনার কোন বন্ধুর জন্য সহায়তার প্রয়োজন হয়, তাহলে কেউ না কেউ সবসময় আপনার কথা শোনার জন্য প্রস্তুত। স্নেহা ফাউন্ডেশন - ০৪৪২৪৬৪০০৫০ (২৪x৭ উপলব্ধ) এই নম্বরে যে কোনো সময় ফোন করুন।