
নয়াদিল্লিঃ দীর্ঘদিন ধরে অসুস্থ। ২৪ ঘণ্টা সেবার (Care) জন্য রাখা হয়েছিল নার্স (Nurse)। আর এবার সেই নার্সের অত্যাচারেই মৃত্যু বৃদ্ধের। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে কেরলে (Kerala)। মৃত বৃদ্ধের নাম শশীধরন পিল্লাই। ছয় মাস আগে তাঁকে দেখাশোনা করার জন্য বিষ্ণু নামে একজনকে রাখা হয়। তার দায়িত্বেই থাকতেন শশীধরন। স্ত্রী থাকতেন দূরে। কিন্তু মাঝেমধ্যে ফোনে নানারকমের শব্দ শুনতে পেতেন। এরপরই সন্দেহ হয় তাঁর। খবর দেন প্রতিবেশীদের। তাঁরা এসে বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন, ৬০ বছরের ওই বৃদ্ধের উপর নির্মম অত্যাচার করত বিষ্ণু। কখনও লাঠি দিয়ে কখনও বা ভারী কিছু দিয়ে তাঁকে মারা হত। গোটা শরীরে মিলেছে আঘাতের চিহ্ন।
আয়ার অত্যাচারে মৃত্যু বৃদ্ধের, গ্রেফতার ১
এরপরই ওই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শরীরে একাধিক আঘাত থাকায় শেষপর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এরপরই পুলিশের দ্বারস্থ হয় পরিবার। গ্রেফতার করা হয় বিষ্ণুকে। প্রাথমিক জেরার পর পুলিশ জানিয়েছে, রাগের বশবর্তী হয়ে শশীধরন পিল্লাইয়ের উপর অত্যাচার করত সে। রোগীর বাড়ির লোক যেভাবে তাঁর সেবা করতে বলেছিলেন তা পছন্দ ছিল না বিষ্ণুর, এমনটাই পুলিশি জেরায় জানিয়েছে সে।
সেবার নামে বৃদ্ধকে নিয়মিত মারধর, আয়ার অত্যাচারে মৃত্যু রোগীর
Kerala Shocker: Home Nurse Assaults Elderly Alzheimer’s Patient to Death With Stick and Belt Over Care Instructions in Pathanamthitta, Arrested#Kerala #Pathanamthitta #HomeNurse #Assault
— LatestLY (@latestly) May 26, 2025
Read: https://t.co/uFGmjFmUAa
— LatestLY (@latestly) May 26, 2025