হাজির উদ্ধারকারী দল (ছবিঃX)

নয়াদিল্লিঃ মেঘভাঙা বৃষ্টির (Cloudbursts)সঙ্গে হড়পা বান (Flash Flood)। বুধবার প্রকৃতির রুদ্ররূপ দেখল হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। এদিন হিমাচলের কুলু জেলায় হড়পা বানে ভেসে মৃত্যু ৩ জনের। নিখোঁজ ১৫। হড়পা বান ও বৃষ্টির জেরে ভেঙে গিয়েছে এলাকার বেশ কয়েকটি সেতু। প্রবল বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি। তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। যার জেরে বন্ধ একাধিক সংযোগকারী রাস্তা। আটকে পড়েছেন বহু পর্যটক। বৃহস্পতিবার সকাল থেকে উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয়রক্ষী বাহিনী।

হড়পা বান ভূমিধসে বিপর্যস্ত হিমাচল, সকাল থেকেই জারি উদ্ধারকার্য

জানা গিয়েছে, বুধবার হড়পা বান আসায় বাড়ি থেকে জিনিসপত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ওই তিনজন। সেই সময়ই বানে ভেসে যান তাঁরা। হড়পা বানের পর থেকেই নিখোঁজ আরও ১৫ জন। তাঁদের খোঁজে সকাল থেকেই অনুসন্ধান চালাচ্ছে উদ্ধারকারী দল। বুধবার মণিকরন, রেহলা বিহাল-সহ একাধিক এলাকায় হড়পা বান আসে। শুধু তাই নয়, স্পিতি, লাহুল ইত্যাদি জায়গায় ধস নামার খবর মেলে। সেই সঙ্গে প্রবল বৃষ্টিতো রয়েছেই। এই ভয়াবহ দুর্যোগের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হিমাচল প্রদেশ। একটানা বৃষ্টির জেরে ক্রমশ বাড়ছে নদীর জলস্তর, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

মেঘ ভাঙা বৃষ্টির সঙ্গে ভূমিধস ও হড়পা বান, হিমাচলে মৃত ৩, নিখোঁজ ১৫