কাতারে মৃত্যুদন্ড প্রাপ্ত ভারতীয়দের বাঁচানোর ক্ষেত্রে সবরকমের চেষ্টা করছে ভারত সরকার। সোমবার এমনটাই জানালেন ভারতের নৌবাহিনীর চিফ অ্যাডমিরাল হরি কুমার (Chief Admiral Hari Kumar)। কাতারে গুপ্তচর বৃত্তির অভিযোগে ৮ ভারতীয়কে আটক করা হয়। যারা প্রত্যেকেই ভারতীয় নৌবাহিনীর সদস্য বলে জানা গেছে।
গোয়াতে একটি আলোচনা সভায় নৌসেনা প্রধান জানান, আদালতের শুনানির কাগজ পত্র আমাদের কাছে রবিবার আসার কথা। এবং এই বিষয়ে বিদেশমন্ত্রকের বক্তব্যও আমরা শুনেছি বলে জানান তিনি। কাতারের দোহাতে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয় তাদের। ঠিক তারপরেই নৌসেনা প্রধানের বিবৃতি সামনে এল।
এর আগে বিদেশমন্ত্রের পক্ষ থেকে এস জয়শঙ্কর কাতারে ধৃত ৮ জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এবং তাদেরকে আশ্বস্ত করা হয় যে সরকারের পক্ষ থেকে যাবতীয় রকমের চেষ্টা করা হবে তাদের ছাড়িয়ে নিয়ে আসার জন্য।
এই সিদ্ধান্তে রীতিমতো স্তম্ভিত এবং মামলার পুরো বৃত্তান্ত জানার জন্য অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী।
২০২২ সাল থেকে কাতারের জেলে বন্দী রয়েছে ৮ ভারতীয়। সাবমেরিনের তথ্য চুরির অভিযোগ রয়েছে ধৃত ৮ জনের বিরুদ্ধে। সেই পরিপ্রেক্ষিতেই ফাঁসির সাজা শোনায় কাতারের আদালত।
"Govt working on getting 8 Indians detained in Qatar released": Navy Chief
Read @ANI Story | https://t.co/hhahigNrJO#NavyChief #HariKumar #Qatar #IndianNavy pic.twitter.com/o1FvrsbcG1
— ANI Digital (@ani_digital) October 30, 2023