Photo Credit: ANI Twitter

তামিলনাড়: অবসান হল ৩১ বছরের দীর্ঘ লড়াইয়ের। বহু আবেদন-নিবেদনের পর অবশেষে শনিবার সন্ধ্যায় জেল থেকে মুক্তি পেলেন রাজীব গান্ধী (Rajiv Gandhi) হত্যায় দোষীসাব্যস্ত নলিনী শ্রীহরণ (Nalini Sriharan)-সহ ৬ জন।

শুক্রবার সুপ্রিম কোর্ট (Supreme Court) নলিনী শ্রীহরণ-সহ এই মামলায় দোষীসাব্যস্ত ছজনকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ মেনে প্যারোলে মুক্তি পাওয়া নলিনী শনিবার সকালে গিয়ে থানায় হাজিরা দেন। তারপর দিনভর ভেলোর জেলে থাকার পর বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়ার পরেই তামিলনাড়ু ও কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের মানুষকে ধন্যবাদ দেন নলিনী।

এপ্রসঙ্গে বলেন, "৩২ বছর ধরে সমর্থন জানানোর জন্য আমি তামিলনাড়ুর মানুষকে ধন্যবাদ জানাই। এর পাশাপাশি আমি ধন্যবাদ জানাতে চাই রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে। আগামীকাল সাংবাদিক বৈঠকে আমি তামিলনাড়ুর মানুষের সামনে বাকি কথা বলতে চাই। সুপ্রিম কোর্টের আইনজীবীরাও কাল এই বিষয়ে কথা বলবেন।"

দিদির মুক্তি প্রসঙ্গে নলিনীর ভাই জানান, "নলিনী ও আমাদের পরিবার আজকে দারুণ খুশি। সে আজ তাঁর পরিবারের সঙ্গে স্বাভাবিক জীবনযাপন শুরু করতে যাচ্ছে। আমরা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে সাক্ষাৎকার করার চেষ্টা করছি।"