মুম্বই, ২৫ ফেব্রুয়ারি: এবার বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানির বাড়ির সামনে মিলল বিস্ফোরক বোঝাই গাড়ি। মুম্বইয়ে মুকেশ আম্বানির অ্যান্টিলার বাড়ির কাছেই দীর্ঘক্ষণ গাড়িটি দাঁড়িয়ে থাকায় স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরা পুলিশে খবর দিলে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে পুলিশ। গাড়িটিতে তল্লাশি অভিযান চালিয়ে কুড়িটি জিলেটিন স্টিক ও একটি চিঠি উদ্ধার হয়েছে। এগুলে গাড়ির ভিতরে মুম্বই ইন্ডিয়ান্স লেখা একটি ব্যাগে রাখা ছিল। সেই চিঠিতে মুকেশ ও নীতা আম্বানিকে সম্বোধন করে লেখা আছে, “এটি মহড়া মাত্র। পরের বার গোটা আম্বানি পরিবরাকে উড়িয়ে দেওয়া হবে।” বিষয়টি প্রকাশ্যে আসতেই মুম্বই পুলিশে তৎপরতা শুরু হয়েছে। দেশের বাণিজ্যনগরীতে জারিয়ে হয়েছে চূড়ান্ত সতর্কতা। কে বা কারা এই ভয়ঙ্কর রসিকতা করেছে তা জানতে না পারলেও গাড়িটিতে বাজেয়াপ্ত করেছে পুলিশ। আরও পড়ুন-Businessman Murder: দুষ্কৃতী হামলায় বাড়ির সামনে খুন ব্যবসায়ী, গাইঘাটায় চাঞ্চল্য
ইতিমধ্যেই মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা তদন্ত শুরু করেছে। এই ঘটনার সত্যতা স্বীকার করেছে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। তিনি বলেন, “মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা এই ঘটনার তদন্ত শুরু করেছে। যত তাড়াতাড়ি সম্ভব সত্যি সামনে আনা হবে।” মুম্বই পুলিশের মুখপাত্র ডিসিপি এস চৈতন্য বলেছেন, উদ্ধার হওয়া জিলেটিন স্টিকের সঙ্গে কোনও বিস্ফোরক যুক্ত করা ছিল না। তবে গোটা ঘটনাটা আসলে কী তা পূর্ণাঙ্গ তদন্তের পরেই প্রকাশ্যে আসবে। ভুয়ো নম্বর প্লেট আঁটা এসইউভি নিয়ে যে দুজন অজ্ঞাত পরিচয় যুবক আম্বানিদের বাড়ির সামনে আসে। গাড়ি পার্ক করে উধাও হয়ে যায়। তাদের হালহকিকত জানতে শুরু হয়েছে তদন্ত।
ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির ২৮৬, ৪৬৫, ৪৭৩, ১২০-র বি ধারায় মামলা রুজু হয়েছে। অস্ত্র আইনেও মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। মুম্বইয়ের ওই পশ এলাকাতে শুধু মুকেশ আম্বানির বাড়িই নয়, রয়েছে নেতা, মন্ত্রী ও বলিউড সেলেবদের বাসবভন। তাই গোটা এলাকায় কড়া পুলিশি নিরাপত্তা বলবৎ হয়েছে। জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা