Businessman Murder: দুষ্কৃতী হামলায় বাড়ির সামনে খুন ব্যবসায়ী, গাইঘাটায় চাঞ্চল্য
খুনের প্রতীকী ছবি (Photo Credits: IANS)

গাইঘাটা, ২৬ ফেব্রুয়ারি: ভোট যত কাছে এগিয়ে আসছে ততই পারদ চড়ছে তরতরিয়ে। এরমধ্যেই খুনোখুনির ঘটনা ঘটে গেলে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় (Business Man)। বৃহস্পতিবার রাতে বাড়ির সামনে ব্যাবসায়ীকে খুনের অভিযোগ উঠল। এই ঘটনায় মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করেছে পুলিশ। মৃত ব্যবসায়ীর নাম বিধান সরকার। তার বিরুদ্ধে মাদাক পাচার, অস্ত্র পাচার চোরাচালান-সহ একাধিক অভিযোগ রয়েছে। বেস কয়েকবার জেলও খেটে এসেছেন তিনি। শোনা যায়, সুটিয়ার কুখ্যাত দুষ্কৃতী প্রভাস ঢালির প্রতিদ্বন্দ্বি ছিলেন এই বিধান সরকার। একটা সময় এরই নেতৃত্বে এলাকায় রীতিমতো দাপিয়ে চলত অপরাধ মূলক কাজ কর্ম। পরিবারের সদস্যদের অভিযোগ, গতকাল রাতে বাড়ির সামনেই বিধান সরকারের মাথায়, ঘাড়ে ও পিঠে দুষ্কৃতীরা একাধিকবার কোপ মারে। আরও পড়ুন-Spring Time In West Bengal: শীত বিদায়ে ফাল্গুনেই ভ্যাপসা গরম, সপ্তাহান্তে চড়বে পারদ

বলা বাহুল্য, এলোপাথাড়ি কোপেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বিধান সরকার। তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। নিজে যেহেতু জেলে খেটেছেন, তায় চোরাচালান, মাদক পাচারের মতো বিষয়ে যোগসূত্র রয়েছে। তাই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পুরোনো শত্রুতার জেরে হয়তো প্রাণ হারিয়েছেন বিধান সরকার। এদিকে গোটা ঘটনায় এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। কেউই প্রকাশ্যে এনিয়ে মুখ খুলছে না।

বেশ কিছুদিন আগে নবদ্বীপে নিজের অফিসের মধ্যেই গুলবিদ্ধ হয়ে প্রাণ হারান ব্যবসায়ী রিপন দাস। তাঁকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুঁড়েছিল দুষ্কৃতীরা। গোটা ঘটনায় এখনও পর্যন্ত দোষীরা পুলিশের ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে। ভোটের আগে ফের একই ঘটনা ঘটায় প্রশ্নের মুখে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি।