আগামী মাসের শুরুতেই বিহারে প্রথমদফার বিধানসভা নির্বাচন। শেষমুহূর্তের প্রচার অভিযান সাড়ছে শাসক ও বিরোধী প্রতিটি রাজনৈতিক দল। সম্প্রতি বিহারে এনডিএ-র সমর্থনে ভোটপ্রচার করতে গিয়েছেন গোরক্ষপুরের সাংসদ রবি কিষাণ (Ravi Kishan)। সেখানে বক্তৃতা দেওয়ার সময় আরজেডি নেতা খেসরি লাল যাদব ও যাদব সম্প্রদায়কে নিয়ে কিছু মন্তব্য করেছিলেন ভোজপুরি তারকা তথা বিজেপি সাংসদ। তারপরেই তাঁর নম্বরে ফোন করে এক ব্যক্তি সরাসরি প্রাণনাশের হুমকি দিয়েছেন। যদিও ফোনটি ধরেছিলেন রবির ব্যক্তিগত সচিব শিবম দ্বিবেদী। ইতিমধ্যেই অভিযুক্ত যুবকের নামে গোরক্ষপুর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি।
রবি কিষাণকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে অভিযুক্ত
জানা যাচ্ছে, অভিযুক্ত ব্যক্তি নিজেকে অজয় কুমার যাদব বলে পরিচয় দিয়েছে। পুলিশ তদন্তে নেমে জানতে পারে অজয় বিহারের আরা জেলার জোয়ানিয়া গ্রামের বাসিন্দা। সেই সঙ্গে এও জানা গিয়েছে যে অজয় আরজেডি কর্মী। ইতিমধ্যেই গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। শিবম দ্বিবেদী পুলিশের কাছে জানিয়েছে, অভিযুক্ত হুমকি দিয়েছে এরপর বিহারে রবি কিষাণ পা রাখলেই তাঁকে খুন করা হবে। সেই সঙ্গে অভিনেতা ও তাঁর সচিবকে অশালীন ভাষায় গালিগালাজও করে অভিযুক্ত।
গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ
শিবম দ্বিবেদী পুলিশকে জানিয়েছে, এই কথোপকথনের মাঝে অভিনেতা বা তিনি কেউই কোনও অসাংবিধানিক শব্দ ব্যবহার করেনি। উল্টে অভিযুক্ত গালিগালাজ তো করেইছে, এমনকী রামমন্দির নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সেই সঙ্গে সাংসদি রবি কিষাণেরও নিরাপত্তা বাড়ানো হয়েছে।