নয়াদিল্লিঃ বাড়িতে সবে এসেছে নতুন সদস্য। বয়স মাত্র ৪৫ দিন। নতুন অতিথির আগমনে যেন পরিবারে নতুন খুশির আলো এসেছিল। আদরের অতিথিকে নিয়ে মেতে উঠেছিল গোটা পরিবার। এর মাঝেই চরম অবসাদে ভুগতে শুরু করেন মা। আর সেই অবসাদের বশবর্তী হয়ে দেড় মাসের শিশুকে গলা কেটে খুন করল মা।
নারকীয় ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দ্বারকাপুরীতে। ঘটনার দিন বাড়ির বাইরে জামাকাপড় মেলতে গিয়েছিল সদ্যজাতর পিসি। আচমকা একটি শব্দ শুনে দৌড়ে ঘরে যান। গিয়ে দেখেন, রক্তারক্তি ঘরের মেঝে। খাটের উপর পড়ে ৪৫ দিনের শিশু। শরীর থেকে আলাদা মাথা। পাশেই বসে তাঁর একমাত্র বৌদি। তার হাতে রক্তমাখা। এরপরই পুলিশে খবর দেয় পরিবার। পুলিশ এসে মাকে জেরা করতেই বেরিয়ে আসে সবটা। জানা যায়, নিজের কোলের শিশুকে খুন করেছে সে। পরিবার সূত্রে খবর, সন্তানের জন্ম দেওয়ার আগে থেকেই অবসাদে ভুগছিল ওই মহিলা। ইতিমধ্যেই অভিযুক্ত মায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। তাকে খুনের দায়ে গ্রেফতার করেছে পুলিশ।
'Depressed' Mother Slits 45-Day-Old Baby's Throat In Madhya Pradesh https://t.co/GZeoXRSTwH pic.twitter.com/yx4JObgHfl
— NDTV (@ndtv) August 22, 2025