Representational Image Credit: Pixabay

নয়াদিল্লিঃ অভাবের সংসার। আর অভাবের কারণে একমাসের শিশুপুত্রকে (Baby) বিক্রি করতে বাধ্য হলেন বাবা-মা। ৫০ হাজার টাকার বিনিময়ে শিশুপুত্রকে বিক্রি করেন তাঁরা। খবরটি প্রকাশ্যে আসতেই শিশুটিকে উদ্ধারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। জানা গিয়েছে,ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand)পালামু জেলার লেসলিগঞ্জ এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ওই ব্যক্তির নাম রামচন্দ্র রাম। তাঁর স্ত্রীর নাম পিঙ্কি দেবী। উত্তরপ্রদেশের বাসিন্দা তাঁরা। তবে কর্মসূত্রে দীর্ঘ ১৫ বছর ধরে পালামুর লোটওয়া গ্রামে বসবাস করেন তাঁরা। রামচন্দ্র দিনমজুরের কাজ করতেন। সম্প্রতি বৃষ্টির কারণে কাজ বন্ধ থাকায় সংসারে টানাটানি শুরু হয়। এর মধ্যেই জন্ম হয় পুত্র সন্তানের। তাকে লালনপালন করার ক্ষমতা না থাকায় সদ্যজাতকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। এরপরই এক দালাল দম্পতির হাতে শিশুকে তুলে দেন তাঁরা। রাম বলেন, "আমার স্ত্রী অসুস্থ। তাঁকে চিকিৎসা করানোর টাকা আমার কাছে ছিল না। তাই কোলের শিশুকে বিক্রির সিদ্ধান্ত নিই।" রাম আরও জানান, তাঁরা গৃহহীন। ভাঙাচোরা ঘরেই চার সন্তানকে নিয়ে কোনও রকমে বেঁচে আছেন তাঁরা। এই বিষয়ে স্ত্রী পিঙ্কি বলেন, "আমার বাবা একটি জমি দিয়েছিলেন। তাতেই একটি কাঁচা বাড়ি বানিয়ে রয়েছি। বৃষ্টিতে সেই বাড়ির ছাউনি ভেঙে জলে ভেসে যাচ্ছে ঘর। সেখানেই সন্তানদের কোনরকমে আছি।" এই ঘটনা সামনে আসার পর, পালামু জেলা প্রশাসন ওই পরিবারটির পাশে দাঁড়ায়। তাঁদের ২০ কেজি খাদ্যশস্য প্রদান করা হয় বলে প্রশাসন সূত্রে খবর।

সংসারে টানাটানি, এক মাসের শিশুকে বিক্রি করে বাধ্য হলেন বাবা-মা