Photo Credit: Twitter/ANI

আইজল: রাস্তার মাঝখানে দাঁড়িয়ে লাইটার (lighter) দিয়ে সিগারেট ধরিয়ে ছিল এক যুবক। এর ফলে উলটে যাওয়া একটি পেট্রল ট্যাঙ্কারে (Petrol Tanker) আগুন (fire) লেগে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ জনের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মিজোরামের (Mizoram) আইজল (Aizawl) জেলার টিউরিয়াল (Tuirial) এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর বিকেল ৪টে ৩৫ মিনিটে একটি পেট্রল ট্যাঙ্কার ২২ হাজার লিটার পেট্রল নিয়ে সম্ভবত চম্পাই এলাকায় যাচ্ছিল। টিউরিয়াল এয়ারফ্লিডের কাছে রাস্তার উপর আচমকা উলটে যায়। এই খবর পেয়ে প্রচুর লোক দুর্ঘটনাস্থলে ভিড় করে ওই পেট্রল সংগ্রহ করছিল। হঠাৎ বিকেল ৫টা ৫০ মিনিটে তাতে আগুন লেগে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। রাস্তায় পেট্রল ছড়িয়ে থাকার কারণে বিস্তীর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়ার পাশাপাশি দুর্ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। জখম অবস্থায় অনেক জনকে আশেপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। দমকলের কর্মীরা গিয়ে বহুকষ্টে আগুন নিয়ন্ত্রণ করেন। পরে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ৭ জনের।

পরে এই দুর্ঘটনার কারণ খুঁজতে গিয়ে পুলিশ জানতে পারে, সবাই যখন পেট্রল সংগ্রহ করছিলেন তখন লাল্লাওয়ামা নামে ২৮ বছরের এক যুবক লাইটার দিয়ে সিগারেট ধরাতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তথ্য অনুযায়ী টিউরিয়াল এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জেরায় নিজের অপরাধের কথা স্বীকার করে ওই যুবক। ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।