প্রতীকী ছবি (Photo Credits: IANS)

মহিলার মৃতদেহ থেকে দুই চোখ নিখোঁজ (Missing Eyeballs From Woman Corpse) হওয়ার মামলায় পুলিশ গ্রেফতার করল হাসপাতালের দুই চিকিৎসককে। অভিযুক্ত দুই চিকিৎসক মহম্মদ ওয়াইশ এবং আরিফ হোসেনের বিরুদ্ধে উঠেছে মৃতদেহ থেকে অঙ্গ চুরি করে তা বিক্রির অভিযোগ। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাদাউন জেলার ঘটনায় চাঞ্চল্য।

আরও পড়ুনঃ রসুন চুরির শাস্তি, কর্মচারীকে পিটিয়ে মারল দোকানের মালিক

পুলিশ সূত্রে খবর, সদ্য বিবাহিত পূজা মৌর্য বিয়ের পর স্বামীর সঙ্গে অশান্তির জেরে গত ১০ ডিসেম্বর আত্মহত্যা করেন। মৃতদেহ হাসপাতালে আনা হয় ময়নাতদন্তের জন্যে। সোমবার ময়নাতদন্তের পর মহিলার দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। স্ত্রীর সৎকার আচারের সময়ে স্বামী আচমকাই খেয়াল করেন মৃতদেহের দুটি চোখই নেই। তৎক্ষণাৎ সৎকার কার্য থামিয়ে পরিবার খবর দেয় পুলিশ এবং জেলা প্রশাসনে।

এরপর জেলা প্রশাসনের নির্দেশে তিন চিকিৎসকের একটি প্যানেল গঠিত হয়। যারা দ্বিতীয়বার মহিলার দেহের ময়নাতদন্ত করেন। মৃতার ভাই প্রমোদ মৌর্য অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে প্রথম ময়নাতদন্তের সঙ্গে যুক্ত চিকিৎসক, ফার্মাসিস্ট এবং অন্যান্য মেডিক্যাল কর্মীদের বয়ান রেকর্ড করে পুলিশ। যেখানে তাঁরা জানায়, তাঁদের ময়নাতদন্তের আগে থেকেই মহিলার দেহে দুই চোখ নিখোঁজ ছিল। কিন্তু তাঁরা মৃতার পরিবারকে সেই বিষয়ে কিছু জানানে চাননি, পাছে তাঁরা কোন সমস্যায় জড়িয়ে পড়েন। ওই অবস্থাতেই দেহের ময়নাতদন্ত করে তাঁরা দেহ পরিবারের হাতে তুলে দেয়।