মুম্বই: সবজির দোকান (Vegetable shop) থেকে এক ব্যাগ রসুন (Garlic) চুরি (steal) করার অভিযোগ উঠেছিল একজন কর্মচারীর বিরুদ্ধে। এর জেরে তাঁকে পিটিয়ে (Beaten) মারল দোকানের মালিক। নৃশংস এই ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের (Mumbai) বোরিভালি (Borivali) বাজার এলাকায়। বৃহস্পতিবার এই ঘটনায় অভিযুক্ত দোকান মালিককে গ্রেফতার করেছে পুলিশ। আরও পড়ুন: Parliament Security Breach: দিল্লি থেকে ধৃত সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার মাস্টারমাইন্ড ললিত ঝা
জানা গেছে, ৪৬ বছর বয়সী সবজির দোকানের কর্মচারী পঙ্কজ মণ্ডলের মৃতদেহ বোরিভালি পশ্চিম রেলওয়ে স্টেশনের কাছে অবস্থিত এমটিএনএল অফিস বিল্ডিং-এর কাছে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ উদ্ধার হয়।
এরপরই তদন্তে নেমে পুলিশ জানতে পারে মৃত পঙ্কজ বোরিভালির সবজি মার্কেটে মাল ওঠানো ও নামানোর কাজ করতেন। যেখান থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে সেখান থেকে ৫০০ মিটারেরও কম দূরে ওই বাজারটি অবস্থিত। পুলিশের হাতে একটি ভিডিয়ো আসে। তাতে দেখা যায়, পঙ্কজ মণ্ডলকে বেধড়ক মারধর করছে এক সবজি ব্যবসায়ী। এরপরই ৫৬ বছর বয়সী ওই ব্যবসায়ী ঘনশ্যাম আগরিকে গ্রেফতার করে জেরা করা হয়।
ধৃত জানায়, গত পাঁচ-ছ মাস ধরে পঙ্কজ রসুন চুরির সঙ্গে যুক্ত রয়েছে বলে সন্দেহ করছিল সে। কিন্তু, কোনও প্রমাণ ছিল না। কিন্তু, এই সপ্তাহে সে ও তার কর্মচারীরা নজর রাখছিল। তাতেই পঙ্কজ ২০ কেজি রসুন-সহ একটি ব্যাগ সমেত হাতেনাতে ধরা পড়ে। আর ৬৪০০ টাকা মূল্যের ওই রসুনের জন্য পঙ্কজকে পিটিয়ে মারা হয়। আরও পড়ুন: Bikaner Shocker: মেয়ে আর দুই ছেলে-সহ দম্পতির রহস্যমৃত্যু রাজস্থানে
Mumbai | A shopkeeper, 56-year-old Ghanshyam Aagri from Borivali beat his employee Pankaj Mandal to death for stealing garlic from the shop. A case has been registered under section 302 of IPC and the shopkeeper has been arrested. Further investigation underway: Mumbai Police…
— ANI (@ANI) December 15, 2023