Photo Credits: IANS

নয়াদিল্লি: অবশেষে দিল্লি (Delhi) থেকে গ্রেফতার (arrest) করা হল সংসদে নিরাপত্তা লঙ্ঘনের (Parliament Security Breach) ঘটনার সঙ্গে যুক্ত পঞ্চম অভিযুক্ত (fifth accused) ও মাস্টারমাইন্ড (mastermind) ললিত ঝা। পুলিশ সূত্রে জানা গেছে, সংসদের ঘটনার পরেই রাজস্থানে পালিয়ে গেছিল ললিত। পরে ফের দিল্লিতে ফিরে আসে। আর তারপরই বৃহস্পতিবার দিল্লি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আরও পড়ুন: Cuddalore Bus Accident: তামিলনাড়ুতে দুটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে জখম কমপক্ষে ১০, দুর্ঘটনাস্থলের ভিডিয়ো

দিল্লি পুলিশ সূত্রে খবর, সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার ঠিক একদিন আগে ললিত ঝা (Lalit Jha) গুরুগ্রামে (Gurugram) অন্য অভিযুক্তদের নিয়ে একটা গোপন বৈঠক (clandestine meeting) করে। সেখানে কীভাবে পরিকল্পনাকে (plan) বাস্তবায়িত করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় নিজেদের মধ্যে।

পরের দিন ললিত ঝা ব্যক্তিগতভাবে চার অভিযুক্তের মোবাইল ফোন (mobile phones) নিয়ে নিয়েছিল তাদের পরিকল্পনা বাস্তবায়িত করে সংসদ থেকে দ্রুত পালিয়ে যাওয়ার আগে। এমনকী সংসদের বাইরে দুই অভিযুক্ত যে বিক্ষোভ (protest) দেখাচ্ছিল তার ভিডিয়োও মোবাইলে তুলে রাখে।

প্রসঙ্গত উল্লেখ্য, বুধবারের ঘটনায় ধৃত চারজনকে বৃহস্পতিবার দিল্লির আদালতে তুলে ১৫ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। বিচার বিবেচনা করে বিচারক ধৃতদের সাত দিনের জন্য দিল্লি পুলিশের হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। আরও পড়ুন: Parliament Security Breach Case: লোকসভায় নিরাপত্তা লঙ্ঘনকারী চার ধৃতের ৭ দিনের পুলিশ হেফাজত