সুরাট, ২২ জুন: নৃত্যরত অবস্থায় দমবন্ধ হয়ে মৃত্যু হল বছর ১১-র নাবালিকার (Minor girl)৷ গলায় ওড়নার ফাঁস লেগেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে৷ সুরাটের মাহিধরপুরা এলাকার জাদাখাদিতে গত ১৯ জুন দুপুরে ঘটনাটি ঘটে৷ মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ দেহের ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসা পর্যন্ত অপেক্ষা করছে৷ তবে ইতিমধ্যেই দুর্ঘটনাজনিত মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের তরফে৷ জানা গেছে, মৃতের পরিবার নেপাল থেকে সুরাটে এসেছিল৷ ঘটনার দিন দুপুরে মধ্যাহ্ন ভোজের পর মেয়েটির মা কাজে বেরিয়ে যান৷ তবে যাওয়ার আগে ছোট ভাইকে দেখার নির্দেশ দিয়ে যান মেয়েকে৷ সেই সঙ্গে বাড়ির বাইরে বেরতে নিষেধও করেছিলেন৷
বাবা নিরাপত্তা রক্ষীর কাজ করেন৷ দুপুরে একা বাড়িতে থাকার মোবাইলে ভিডিও বানানোর চেষ্টা করছিল সে৷ নাচের ভিডিও বানাতে গিয়ে জানলার গ্রিলে ওড়না বেঁধেছিল৷ সেই ওড়নার ফাঁস কোনওরকমে গলায় চেপে বসলে অসহায়ভাবে মৃত্যু হয় নাবালিকার৷ এদিকে সন্ধেবেলা কর্মক্ষেত্র থেকে ফিরে বাবা দেখেন জানলার কাছে নিস্পন্দ দাঁড়িয়ে আছে মেয়ে৷ কোনও সাড়া নেই৷ এরপরেই তড়িঘড়ি তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷ অস্বাভাবিক মৃত্যুর কারণে হাসপাতালের তরফে পুলিশকে খবর দেওয়া হয়৷ আরও পড়ুন-West Bengal Monsoon: জলীয় বাষ্প ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় বিদ্ধ রাজ্য, সপ্তাহভর চলবে বৃষ্টি
পুলিশ জানিয়েছে, নাচের সময় মেয়েটি যে কাপড় জানলার সঙ্গে বেঁধে গলায় পেঁচিয়েছিল তার থেকেই ফাঁস লেগে মৃত্যুর ঘটনাটি ঘটেছে৷ তবে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে৷ তাহলেই প্রকৃত কারণ জানা যাবে৷