করাচি, ১৩ ফেব্রুয়ারি: ফের পাকিস্তান (Pakistan) নিয়ে জোর চর্চা শুরু হয়েছে প্রায় গোটা বিশ্ব জুড়ে। পাকিস্তানে প্রতি লিটার দুধ (Milk) বিক্রি হচ্ছে ২১০ টাকা করে। অন্যদিকে মাংস (Meat) বিক্রি হচ্ছে ৯০০ টাকা করে। যা সাধারণ মানুষের সাধ্যের বাইরে কার্যত। রিপোর্টে প্রকাশ, পাকিস্তানের অন্যতম বড় শহর করাচিতে খাবারের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। নিত্য প্রয়োজনীয় জিনিস যে হারে বাড়ছে, কার্যত নাভিঃশ্বাস উঠছে করাচির মানুষের। পাকিস্তানের অন্যতম বড় শহর করাচিতে দুধ বিক্রি হচ্ছে ২১০ টাকা লিটার করে। করাচিতে মাংসের দামও আকাশছোঁয়া।
আরও পড়ুন: Pakistan: ফেব্রুয়ারিতে গোটা দেশের জ্বালানি কেনার অর্থ নেই পাকিস্তানের হাতে? রিপোর্টে চাঞ্চল্য
জানা যাচ্ছে, করাচিতে প্রতি কেজি মাংস বিক্রি হচ্ছে ৯০০ টাকা করে। পাকিস্তানে হাড়সহ মুরগির মাংস বিক্রি হচ্ছে ৮০০-৮৫০ টাকা কেজি করে। অন্যদিকে বোনলে অর্থাৎ হাড় ছাড়া মাংস বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১০০০ টাকা করে।
সম্প্রতি পাকিস্তানের বেশ কিছু পেট্রল পাম্পে মিলছিল না জ্বালানি তেল। ফলে পেট্রল পাম্পগুলিতে সাধারণ মানুষকে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা দেয়। আটা, ময়দারও আকাল দেখা দেয়। এবার সেই তালিকায় যুক্ত হল দুধ, মাংসও।