মাইক্রন টেকনোলজি ইনকর্পোরেটেড (Micron Technology Inc.) ভারতে তার প্রস্তাবিত ফ্যাব্রিকেশন ইউনিট ছাড়াও বেশ কয়েকটি সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি এবং প্যাকেজিং ইউনিট তৈরি করতে চায়, এমনটাই ঘোষণা করলেন ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর (Union Minister Rajeev Chandrasekhar)। মার্কিন যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর চিপ তৈরির সংস্থা মাইক্রন গুজরাটের সানন্দে (Gujarat’s Sanand) একটি সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি, টেস্টিং, মার্কিং এবং প্যাকেজিং ইউনিট স্থাপনের জন্য ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা করেছে। ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদী ব্যবসার পরিকল্পনা নিয়ে মাইক্রন এই সিদ্ধান্ত গ্রহণ করে বলেই মনে করছে শিল্পপতি মহলের একাংশ।
আরও পড়ুনঃ মুখে নয়, হোয়াটসঅ্যাপে লিখে তিন তালাক, স্বামীর বিরুদ্ধে থানায় স্ত্রী
গত সপ্তাহে এক সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী জানিয়েছেন, 'যত দ্রুত সম্ভব মার্কিন সংস্থা তার প্রথম প্ল্যান্টটি প্রস্তুতির কাজ শুরু করবে। মাইক্রনের এই বড় বিনিয়োগটি সফল করা আমাদের কর্তব্য। এর ফলে দুটি জিনিস ঘটবে। প্রথমত, অন্যান্য বড় সংস্থা বা কোম্পানি ভারতে বিনিয়োগ করার উৎসাহ দেখাবে। দ্বিতীয়ত, যারা ইতিমধ্যেই ভারতে ব্যবসা বা বিনিয়োগ করেছে তারা আরও বেশি করে বিনিয়োগ করতে চাইবে'।
উল্লেখ্য, গত জুন মাসের শেষেই মার্কিন যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর চিপ তৈরির সংস্থা মাইক্রন টেকনোলজির সঙ্গে একটি মউ স্বাক্ষর করেছিল গুজরাট সরকার। এই চুক্তি অনুসারে আহমেদাবাদের সানন্দে একটি সেমিকন্ডাক্টর অ্যাসম্বলি এবং পরীক্ষাকেন্দ্র স্থাপন করবে মাইক্রন টেকনোলজিস।