India Pakistan Flag (Photo Credit: PTI)

নয়াদিল্লিঃ ওয়াজ়িরিস্তানে (Waziristan)ভয়াবহ বোমা বিস্ফোরণ (Blast)। মৃত্যু ১৩ পাক (Pakistan) সেনার। আর সেই হামলার দায় ভারতের উপর চাপিয়েছে ইসলামাবাদ। বিবৃতি দিয়ে দোষারোপ করা হয়েছে ভারতকে। এবার সেই বিবৃতির কড়া জবাব দিল বিদেশমন্ত্রক। এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "২৮ জুন ওয়াজ়িরস্থানে হামলার ঘটনায় ভারতকে দায়ী করে যে বিবৃতি যিরা করেছে পাকিস্তান তা আমাদের নজরে এসেছে। এই বিবৃতির তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে এই বিবৃতিকে প্রত্যাখ্যান করি। এমন কোনও কাজের সঙ্গে ভারত যুক্ত নয়।"

ইসলামাবাদকে কড়া জবাব বিদেশমন্ত্রকের

উল্লেখ্য, শনিবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর জেলায় আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন পাক সেনার মৃত্যু হয়েছে বলে খবর। এছাড়া আহত হয়েছেন ১০ জন। বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে সামরিক কনভয়ে ঢুকে পড়ে হামলাকারী। চলে হামলা। এই হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি গাড়ি। বাড়ির ছাদ ও পাঁচিল ধসে আহত হয়েছে শিশুরা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, এই হামলার দায় স্বীকার করেছে হাফিজ গুল বাহাদুর গোষ্ঠীর আত্মঘাতী ইউনিট। এই গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সঙ্গে যুক্ত।

 'ওয়াজ়িরিস্তানে বোমা হামলার দায় ভারতের নয়' পাকিস্তানের বিবৃতির কড়া জবাব বিদেশমন্ত্রকের