Bikaner Express Derailment: ময়নাগুড়িতে বিকানের এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় কয়েকটি ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হল, দেখে নিন তালিকা
প্রতীকী ছবি। (Photo Credits: Youtube/Screengrab)

কলকাতা, ১৩ জানুয়ারি: জলপাইগুড়ির ময়নাগুড়িতে (Maynaguri) বিকানের এক্সপ্রেস (Bikaner Express Derailment) লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহতের সংখ্যা ৪৫। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। দুর্ঘটনায় ক্ষতিপূরণের ঘোষণা করেছে রেল মন্ত্রক (Rail)। মৃতদের পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। গুরুতর আহতরা পাবেন ১ লাখ টাকা করে। অল্প আহতদের ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। আজ রাতেরই ময়নাগুড়ি যাচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Union Railways Minister Ashwini Vaishnaw)।

দুর্ঘটনার পরে ওই লাইনে ট্রেন চলাচলে প্রভাব পড়েছে। বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। আরও পড়ুন: Guwahati-Bikaner Express Derailment: গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস লাইনচ্যুত, মৃত ৫, সাহায্যের আশ্বাস মোদীর

যে ট্রেনগুলির যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে:

  • ১২৩৪৬ গুয়াহাটি - হাওড়া সরাইঘাট এক্সপ্রেস (যাত্রা শুরু ১৩ জানুয়ারি) নিউ কোচবিহার-ধূপগুড়ি-রানিনগর জলপাইগুড়ি রুটের পরিবর্তে নিউ কোচবিহার-মাথাভাঙা-রানিনগর-জলপাইগুড়ি হয়ে গন্তব্যে যাবে।
  • ১৩১৭৩ শিয়ালদা-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (যাত্রা শুরু ১৩ জানুয়ারি) নিউ জলপাইগুড়ি - রানিনগর জলপাইগুড়ি - ধুপগুড়ি-নিউ কোচবিহারের পরিবর্তে নিউ জলপাইগুড়ি-শিলিগুড়ি-নিউ মাল জংশন-আলিপুরদুয়ারে জংশন -শামুকতলা রুট হয়ে গন্তব্যে যাবে।
  • ১২৫০৭ ত্রিবান্দ্রম সেন্ট্রাল-শিলচর এক্সপ্রেস (যাত্রা শুরু ১১ জানুয়ারি) রানিনগর জলপাইগুড়ি-ধুপগুড়ি-নিউ কোচবিহারের বদলে রানিনগর জলপাইগুড়ি - মাথাভাঙা-নিউ কোচবিহার হয়ে গন্তব্যে যাবে।