Train Accident (Photo Credit: Twitter/ANI)

দিল্লি, ১৩ জানুয়ারি:  বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ প্রচণ্ড ঝাঁকুনিতে কেঁপে ওঠে গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস। তারপরই ওই এক্সপ্রেস ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ৪-৫টি বগি। উত্তরবঙ্গে ময়নাগুড়ি এবং দোমোহনির কাছে লাইচ্যুত হয় আজ গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস। ঘটনার জেরে এখনও ৫ জনের মৃত্যু হয়েছে। আহত ৪৫ জন। দুর্ঘটনার সময় কোভিড পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনা সম্পর্কে খোঁজ খবর করে ট্য়ুইট করেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানান, তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন এ বিষয়ে। দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলির পাশে তিনি রয়েছেন। আহতরা যাতে শিগগিরই সুস্থ হয়ে ওঠেন, সে বিষয়ে প্রার্থনা করেন প্রধানমন্ত্রী।

দেখুন প্রধানমন্ত্রীর ট্যুইট...

প্রধানমন্ত্রীর পাশাপাশি উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুও দুর্ঘটনার জেরে দুঃখপ্রকাশ করেন। দেখুন...

 

আজ বিকেলে ময়নাগুড়ি-দোমোহনির কাছে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে, তার জেরে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। মৃতদের পরিবারকে ৫ লক্ষ করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। পাশপাশি গুরুতর আহতদের ১ লক্ষ করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে রেলের তরফে।