(Photo Credits: ANI)

নয়াদিল্লি: ক্রমশ বাড়ছে করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্টের প্রকোপ। এর ফলে ইংরাজি নববর্ষের প্রাক্কালেই বিশ্বজুড়ে সৃষ্টি হয়েছে প্রবল আতঙ্ক। ভারতেও তৈরি হয়েছে ভয়ের পরিবেশ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কয়েকদিন আগেই বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও করোনা মোকাবিলায় তারা কতটা প্রস্তুত তা দেখার জন্য প্রতিটি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা: মনসুখ মান্ডব্য (Union Health Minister Dr Mansukh Mandaviya)।

গত ২৩ ডিসেম্বর দুপুর তিনটের সময় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর গত তিনদিনে করোনা পরিস্থিতি নিয়ে গোটা ভারতেই উদ্বেগ আরও বেড়েছে। আর তাই সোমবার বিকেলে এই পরিস্থিতির (COVID-19 situation) কীভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (Indian Medical Association) সঙ্গে ভার্চুয়াল বৈঠক (virtual meeting) করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা: মনসুখ মান্ডব্য। আরও পড়ুন: Rahul Gandhi Walks Delhi Wearing T-Shirt Amid Cold Wave: দিল্লির কনকনে শীতে টিশার্ট পরে ঘুরছেন রাহুল, চমকে উঠলেন মানুষ

প্রসঙ্গত উল্লেখ্য, চিন, জাপান, আমেরিকা-সহ একাধিক দেশে ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ (Covid-19)। এমন আবহে উদ্বেগে রয়েছে কেন্দ্রও।ইতিমধ্যেই এই বিষয়ে বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা: মনসুখ মান্ডব্য। আরও পড়ুন: COVID-19 in Bengaluru: চিন ফেরৎ ১২ যাত্রীর শরীরে করোনা সংক্রমণ, আতঙ্ক বেঙ্গালুরুতে