Rahul Gandhi (Photo Credit: Twitter)

দিল্লি, ২৬ ডিসেম্বর: কনকনে শীতে কাঁপছে দিল্লি (Delhi)। রাজধানী শহরের কড়া শীতকে তোয়াক্কা না করে শুধুমাত্র টিশার্ট পরে ঘুরে বেড়ালেন রাহুল গান্ধী (Rhaul Gandhi)।  সোমবার দিল্লিতে মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এবং অটল বিহারে বাজপায়ীর স্মৃতিসৌধতে শ্রদ্ধা জানালেন রাহুল গান্ধী। উত্তর ভারতের কড়া শীতকে তোয়াক্কা না করেই হালকা টিশার্ট পরে ঘুরে বেড়াতে দেখা যায় কংগ্রেস সাংসদকে। যা দেখে নেটিজেনদের একাংশের তরফে বিষ্ময় প্রকাশ করা হয়। উত্তর ভারতের কড়া শীতে রাহুল গান্ধী কেন টিশার্ট পরে ঘুরে বেড়াচ্ছেন, সংবাদমাধ্যমের তরফে এমন প্রশ্ন করা হলে তার পালটা প্রশ্ন করেন কংগ্রেস নেতা।  ঠাণ্ডা নিয়ে কেন তাঁকে সাংবাদিকরা জিজ্ঞেস করছেন বলে প্রশ্ন তোলেন রাহুল গান্ধী।  তাঁরা শীত করছে কি না, এমন প্রশ্ন না করে দেশের কৃষক এবং শ্রমিকদের অবস্থা নিয়ে তাঁর কাছে জানতে চাওয়া হোক বলে মন্তব্য করেন রাহুল গান্ধী।

 

সম্প্রতি রাজস্থানে যান রাহুল গান্ধী। ভারত জোড়ো যাত্রা উপলক্ষ্যে বেশ কিছুদিন রাজস্থানে কাটিয়ে দিল্লিতে আসেন রাহুল গান্ধী। প্রসঙ্গত ভারত (India) জুড়ে যখন করোনা প্রতিরোধে একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেই সময় রাহুল গান্ধীকেও চিঠি পাঠায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

আরও পড়ুন: Rahul Gandhi In Bharat Jodo Yatra: বিজেপি অফিসের সামনে মোদী, নাড্ডার ছবি, চুম্বন ছুঁড়লেন রাহুল

ভারত জোড়ো যাত্রায় প্রত্যেককে মাস্ক পরতে হবে। সেখানে হাজির প্রত্যেকের টিকা নেওয়া থাকতে হবে। কোভিডবিধি না মানলে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা বন্ধ করে দেওয়া হবে বলে জানায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। যা নিয়ে কটাক্ষ করেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। বহরমপুরের কংগ্রেস সাংসদ বলেন, রাহুল গান্ধী এবার দিল্লিতে প্রবেশ করছেন। ফলে বিজেপি ভয় পেয়ে গিয়েছে। সেই কারণেই ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীকে কোভিডবিধি মানার কথা বলা হচ্ছে বলে মন্তব্য করা হয় অধীর চৌধুরীর তরফে।