COVID 19 In Bengaluru (Photo Credit: Wikipedia)

বেঙ্গালুরু, ২৬ ডিসেম্বর: চিন (China) থেকে ভারতে (India) ফেরা ১২ জন যাত্রীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। চিন থেকে বেঙ্গালুরু বিমানবন্দরে নামার পরপরই ওই ১২ যাত্রীর শরীরে কোভিড (COVID 19) সংক্রমণ ধরা পড়ে। যার জেরে কর্ণাটকের (Karnataka) স্বাস্থ্য মন্ত্রকের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। সম্প্রতি চিন থেকে বেঙ্গালুরুরতে ফেরা বছর ৩৭-এর ব্যক্তির শরীরে করোনার উপসর্গ ধরা পড়ে। ওই ব্যক্তি উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা বলে খবর। বাকি ১১ জনের শরীরেও করোনা সংক্রমণ ধরা পড়ে। তাঁরা প্রত্যেকে চিন থেকে বেঙ্গালুরুতে (Bengaluru) ফেরেন বলে খবর। চিন ফেরৎ ১২ জনের মধ্যে ৪ জনকে রাখা হয়েছে বেসরকারি হাসপাতালে। বাকিদের বাড়িতেই নিভৃতাবাসে রাখা হয়েছে এবং সরকারের তরফে তাঁদের স্বাস্থ্যের উপর নজরদারি চালানো হচ্ছে বলে খবর।

চিন থেকে যে ১২ জন যাত্রী বেঙ্গালুরুতে ফেরেন, তাঁদের প্রত্যেকের নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে। সোমবার বিকেল অথবা মঙ্গলবার সকালের মধ্যে ওই ১২ জনের নমুনা পরীক্ষার ফল কর্ণাটক স্বাস্থ্য মন্ত্রকের হাতে আসবে বলে খবর।

আরও পড়ুন: Two covid positive cases have been detected at the Kolkata Airport: কলাকাতায় বিদেশ ফেরৎ ২ যাত্রীর শরীরে করোনা সংক্রমণ, নমুনা পাঠানো হল জিনোম সিকোয়েন্সের জন্য

চিন থেকে ১২ জন যাত্রী বেঙ্গালুরুতে ফেরার পর যাতে কোনওভাবে দক্ষিণের এই রাজ্যে নতুন করে কোভিড থাবা বসাতে না পারে, তার জন্য রাজ্য সরকারের তরফে কড়া নজর রাখা হয়েছে বলে খবর।

প্রসঙ্গত কলকাতা বিমানবন্দরেও বিদেশ ফেরৎ ২ যাত্রীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। দিল্লিতেও দুই বিদেশ ফেরৎ যাত্রীর শরীরে কোভিড উপসর্গ ধরা পড়েছে বলে জানা যায়।