নয়াদিল্লিঃ ঝাড়খণ্ডে (Jharkhand) জোড়া খুন (Murder)। স্ত্রীকে (Wife) খুন করে পালাতে গিয়ে গ্রামবাসী ও শ্বশুরবাড়ির লোকের হাতে মৃত্যু যুবকের। মৃত মূল অভিযুক্তের স্ত্রী। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গিরিধি জেলার মুফাসিল থানার অন্তর্গত লুকাইয়া গ্রামে। পুলিশ সূত্রে খবর ওই ব্যক্তির নাম ছোটেলাল হাঁসদা। আট বছর আগে মীনা হাঁসদা নামে এক তরুণীকে বিয়ে করে সে। আট বছর সংসার করার পর সম্প্রতি স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় নিজের বাবার বাড়িতে চলে আসেন মীনা।
স্ত্রীকে খুন স্বামীর, নিজেও বাঁচল না গ্রামবাসীদের হাত থেকে
গত বুধবার সেখানেই এসে হাজির হয় ছোটেলাল। এদিন রাতে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। বচসা চরমে পৌঁছলে মীনাকে ছুরি দিয়ে আঘাত করে ছোটেলাল। সকলের সামনে মীনাকে কুপিয়ে খুন করে সে। এরপর সেখান থেকে পালাতে গেলেই তাকে ধরে ফেলে শ্বশুরবাড়ির লোকেরা। জড়ো হয় স্থানীয়রা। অভিযোগ,এরপরই সকলে মিলে ছোটেলালের উপর চড়াও হয়। মারধরের জেরে মৃত্যু হয় ছোটেলালের। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় মুফাসিল থানার পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। মীনা ও ছোটেলালের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ঝাড়খণ্ডে জোড়া খুন, স্ত্রীকে মেরে পালানোর সময় শ্বশুরবাড়ির লোকের হাতে মৃত্যু যুবকের
Double Murder in Jharkhand: Man Kills Wife at In-Laws’ House in Giridih Heated Argument, Lynched to Death by Villagers#DoubleMurder #Jharkhand #CrimeNews
— LatestLY (@latestly) June 26, 2025
Read: https://t.co/s13WLMsTFC
— LatestLY (@latestly) June 26, 2025