নয়াদিল্লিঃ মহারাষ্ট্রে (Maharashtra)হাড়হিম করা ঘটনা। চার মাসের শিশুকে ড্রামে ডুবিয়ে হত্যা করে আত্মঘাতী (Suicide)বাবা। গা শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বিড জেলার জিউরাই তালুকার তালওয়াদা গ্রামে। শনিবার প্রকাশ্যে আসে গোটা ঘটনাটি।
জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম, অমোল সোনাভানে। বিড জেলার জিউরাই তালুকার তালওয়াদা গ্রামের বাসিন্দ অমোল। স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন আগে পারিবারিক বিবাদের জেরে আত্মহত্যার চেষ্টা করেন অমোল ও তাঁর স্ত্রী। কিন্তু প্রতিবেশীদের তৎপরতায় প্রাণে বাঁচে ওই দম্পতি। হাসপাতালে ভর্তি করা হয় দু'জনকেই। গত বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পান অমোল ও তাঁর স্ত্রী। এরপরই এই ঘটনা ঘটান অমোল। জল-ভর্তি একটি নীল রঙের ড্রাম থেকে উদ্ধার হয় শিশুর দেহ। শিশুর পরনে ছিল গোলাপী টি-শার্ট ও ডায়াপার। ড্রামের মধ্যে একটি মগও পাওয়া গিয়েছে। পুলিশের অনুমান, জল ভর্তি ড্রামে ফেলে দেওয়া হয় শিশুটিকে। এরপর গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন অমোল। ইতিমধ্যেও দু'টি দেহ উদ্ধার করে তালওয়াদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
চার মাসের শিশুকে জল ভর্তি ড্রামে ফেলে আত্মঘাতী বাবা
Man Drowns 4-Month-Old Son In Drum, Then Dies By Suicide: Cops https://t.co/QjKiGkQD6v pic.twitter.com/7SwGjt9Cl4
— NDTV (@ndtv) October 4, 2025