নয়াদিল্লিঃ ভোররাতে হাঁটতে বেরিয়ে মর্মান্তিক পরিণতি। বাড়ি থেকে বেরতেই ঝাঁপিয়ে পড়ল কুকুরের(Dog) দল। আর তাতেই মৃত্যু ৭০ বছরের বৃদ্ধের। ইতিমধ্যেই এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ(Police)। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে কর্ণাটকের (Karnataka) বেঙ্গালুরুর কোডিগেহল্লি এলাকয়। মৃত বৃদ্ধের নাম সীতাপ্পা। বয়স ৭০। রোজই সকালে হাঁটতে বের হতেন তিনি। এদিনও হাঁটতে বেরিয়েছিলেন তিনি। রাস্তায় চিৎকার শুনে বেরিয়ে আসেন বাড়ির লোকজন। রাস্তায় এসে তাঁরা দেখেন সীতাপ্পার উপর ঝাঁপিয়ে পড়েছে কুকুরের দল। কোনওরকমে তাঁকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন। সীতাপ্পার হাত, পা ও মুখে গভীর ক্ষতের চিহ্ন পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে কোডিগেহল্লি থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ।
কুকুরের আক্রমণে মৃত্যু হল বৃদ্ধের, তদন্ত শুরু করল পুলিশ
উল্লেখ্য, এটাই প্রথম নয়। কয়েকদিন ধরেই কর্ণাটকে পথকুকুরদের উৎপাত বেড়েছে। কয়েক সপ্তাহ আগেই কর্ণাটকের শিমলা নগরে পথকুকুরদের আক্রমণে গুরুতর জখম হয় এক শিশু। কাঁধ, পিঠ ও হাতে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয় ওই তিন বছরের শিশু। একের পর এক এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায় এলাকায়।
সকালে হাঁটতে বেরিয়ে মর্মান্তিক পরিণতি, কুকুরের আক্রমণে মৃত্যু বৃদ্ধের
Elderly man dies of suspected stray dog attack in #Bengaluru https://t.co/bnpuloo9SS
— BLR. POST (@blr_post) July 29, 2025