কলকাতাঃ পুজোর (Durga Puja 2025) মুখে এক রাতের টানা বৃষ্টিতে (Heavy Rain) বিপর্যস্ত হয়েছিল কলকাতা (Kolkata)। আর এবার পুজো মিটতেই বিপর্যয়ের কবলে উত্তরবঙ্গ (North Bengal)। ১২ ঘণ্টায় ২৬১ মিলিমিটার বৃষ্টিতে কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছে পাহাড়। শনিবার রাত থেকে বৃষ্টির জেরে ২০ জনের মৃত্যু হয়েছে। কোথাও ভেঙে গিয়েছে সেতু কোথাও আবার
ঘরবাড়ি। টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরিক এবং সুখিয়াপোখরি। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে মিরিকে। এছাড়া সৌরেনির কাছে দারাগাঁওয়ে আচমকা ধস নামে। এছাড়া আপার দুধিয়া বা ডাম্ফেডার এলাকায় প্রায় পাঁচটি বাড়ি জলের তলায়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত দুধিয়া নদীর একপাশে থাকা বিএসএফের ক্যাম্পও। ইতিমধ্যেই উদ্ধারকাজে হাত লাগিয়েছে এনডিআরএফের দল। পাহাড়ে আটকে পড়া পর্যটকদের ঘরে ফেরানোর চেষ্টা করা হচ্ছে।
জানা গিয়েছে, বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ, সোমবারই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, নবান্নের কন্ট্রোল রুম থেকে সর্বদা পরিস্থিতির দিকে নজর রেখেছেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, "দুর্যোগ আমাদের কারও হাতে নেই। উত্তরবঙ্গে যা হত তাতে আমরা শোকাহত। পাঁচ জেলার মুখ্যসচিবদের সঙ্গে কথা বলেছি। ডিজির সঙ্গেও কথা হয়েছে। ভোর ৬ টা থেকে কন্ট্রোল রুম থেকে সবটা নজরে রেখেছি। সোমবার বিকেল ৩ টের মধ্যে উত্তরবঙ্গে পৌঁছে যাব।"
টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, মৃত্যু ২০ জনের, বন্যা পরিস্থিতি পরিদর্শনে সোমে উত্তরবঙ্গ সফরে মমতা
Mamata to visit flood-hit North Bengal; urges tourists to stay calm https://t.co/Ieqq8oxwAP
— Naveen S Garewal (@naveengarewal) October 5, 2025