নেতাজি সুভাষ চন্দ্র বসু (Photo: Twitter)

কলকাতা, ২৩ জানুয়ারি: ১২৩তম জন্মদিনে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে (Netaji Subhas Chandra Bose) শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। টুইটারে তিনি লেখেন, "কদম কদম বাড়ায়ে যা…দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীতে জানাই শ্রদ্ধা ও প্রণাম। ওনার দেশপ্রেমের চেতনা আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করুক।" নেতাজির জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ram Nath Kovind), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজনৈতিক নেতাসহ বিশিষ্টজন ও সাধারণ মানুষ ৷ নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নেতাজির বাবা জানকীনাথ বসুর পুরোনো ডায়েরির পাতার প্রতিলিপির ছবি টুইট করেন প্রধানমন্ত্রী ৷

নেতাজিকে বীর মুক্তিযোদ্ধা ও সেরা চিন্তাবিদ হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী।একটি টুইটে একটি ভিডিয়ো পোস্ট করেন প্রধানমন্ত্রী ৷ তাতে দেশ থেকে ঔপনিবেশিক শাসন দূর করতে নেতাজির ভূমিকার কথা তুলে ধরেন ৷ লেখেন, "ঔপনিবেশিকতাবাদকে প্রতিহত করতে সাহসী এবং অদম্য অবদানের জন্য ভারত সর্বদা নেতাজি সুভাষ চন্দ্র বসুর কাছে কৃতজ্ঞ থাকবে। তিনি ভারতীয়দের অগ্রগতি ও মঙ্গলেরস স্বার্থে লড়াই করেছেন।" পরের টুইটে মোদি নেতাজি সুভাষ চন্দ্র বসুর বাবা জানকীনাথ বসুর (Janakinath Bose) একটি ডায়েরির পাতা পোস্ট করেন। মোদি লেখেন, "১৮৯৭ সালের ২৩ জানুয়ারি জানকীনাথ বসু তাঁর ডায়েরিতে লিখেছিলেন, মধ্যাহ্নে এক পুত্রের জন্ম হল।" এরপর মোদি লেখেন, "এই পুত্র একজন বীর মুক্তিযোদ্ধা এবং চিন্তাবিদ হয়ে ওঠেন যিনি তাঁর জীবনকে মহান ভারতের স্বাধীনতার প্রতি উৎসর্গ করেছিলেন। জন্মদিনে আমি নেতাজি বসুকে গর্বের সঙ্গে স্মরণ করি।" আরও পড়ুন: Netaji Subhas Chandra Bose: 'একজন বীর মুক্তিযোদ্ধা ও চিন্তাবিদ', জন্মদিনে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধা নরেন্দ্র মোদির

নেতাজির জন্মবার্ষিকীতে দেশের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করে বাংলায় টুইট করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ টুইটবার্তায় লেখেন, "নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাই। তিনি আমাদের সর্বাধিক প্রিয় জাতীয় নায়কদের একজন এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব । তাঁর ডাকে লাখ লাখ ভারতবাসী নিজেদের সর্বস্ব পণ করে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তাঁর সাহস ও স্বদেশপ্রেম আমাদের অনুপ্রাণিত করে৷"