নয়াদিল্লিঃ সরকারি (Government) অনুষ্ঠানে এলাহি আয়োজন। রূপোর থালায় পরিবেশন করা হল খাবার। এই রূপোর (Silver) থালার )Plates) দাম ৫০০০ টাকা। রাজ্যে ভাড়ার ফাঁকা হলে এত টাকা এল কোথা থেকে? প্রশ্ন বিরোধীদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুম্বইয়ের পার্লামেন্ট এসটিমেটস কমিটির প্ল্যাটিনাম জুবিলির মিটিং-এর একটি ছবি। যাতে দেখা যাচ্ছে অতিথিদের রূপোর থালায় খাবার পরিবেশন করা হচ্ছে। দেশজুড়ে প্রায় ৬০০ জন আমন্ত্রিত ছিলেন এই অনুষ্ঠানে। এই নুষ্ঠানের উদ্বোধন করেছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
ফের বিতর্কে মহারাষ্ট্র সরকার
৬০০ জন অতিথির জন্য এত দামি থালার আয়োজনে কত খরচ? এই খতিয়ান সামনে আসতেই ময়দানে বিরোধীর। এই বিষয়ে প্রশ্ন তুলে কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিয়র বলেন, “যেখানে রাজ্য দেউলিয়া হওয়ার মুখে, সেখানে অতিথিদের রূপোর প্লেটে খাবার পরিবেশনের কী দরকার ছিল?” এখানেই শেষ নয়, তিনি আরও প্রশ্ন তোলেন, যেখানে এখনও কৃষকদের ঋণ মকুব করা হচ্ছে না, কোনওরকম বোনাস মিলছে না, কাটছাঁট করা হচ্ছে উন্নয়নমূলক প্রকল্পের বাজেট সেখানে অতিথিদের রূপোর প্লেটে খাওয়ানো বিলাসিতা। এই বিষয়ে কে সমাজকর্মীর দাবি, এই অনুষ্ঠানে ৬০০ জন অতিথিকে আপ্যায়ন করতে খরচ হয়েছে ২৭ লক্ষ টাকা।
রাজ্যের ভাঁড়ারে টাকা নেই অথচ অতিথিদের রূপোর থালায় খাবার পরিবেশন, ফের বিতর্কে এই সরকার
🚨 🚨 #BreakingNews Maharashtra Govt Under Fire For Hosting 'Lavish' Event With 'Silver Plates, Rs 5000 Per Person' https://t.co/NerPIdxddW
Maharashtra Govt Under Fire For Hosting 'Lavish' Event With 'Silver Plates, Rs 5000 Per Person'#TrendingNews #BigBreaking
— Instant News ™ (@InstaBharat) June 26, 2025