Madurai Shocker: শিশুর কাটা মুণ্ডু নিয়ে ঘুরছে পথ কুকুর, শহরে হুলুস্থূল
Dog | Representational Image (Photo Credits: Pexels)

মাদুরাই, ৯ সেপ্টেম্বর: বাচ্চার কাটা মুণ্ডু (severed head of a baby) মুখে নিয়ে ঘুরছে পথ কুকুর (stray dog)৷ বুধবার এই রোমহর্ষক দৃশ্য দেখল মাদুরাই (Madurai)৷ বিবিকুলামে আয়কর দপ্তরের অফিসের বিপরীতেই দেখায় যায় পথ কুকুরের মুখে বাচ্চার কাটা মুণ্ডু৷ এক নাবালকের চোখে প্রথম দৃশ্যটি ধরা পড়ে৷ সে সঙ্গে সঙ্গেই পুলিশ খবর দেয়৷ এর কিছুক্ষণে মধ্যেই শহরের কর্তাব্যক্তিদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ৷ শিশুর মাথা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ বেলা ১ টা নাগাদ নাবালকের চোখে পড়েছিল পথ কুকুরের মুখে বাচ্চার মুণ্ডু৷ টাইমস অফ ইন্ডিয়ার খবরের ভিত্তিতে পথ কুকুরটি শহর লাগোয়া পরিত্যক্ত খালে শিশুর মাথা পেয়েছে৷ মুণ্ডু দেখে যা মনে হচ্ছে, তাতে কয়েকদিন আগেই শিশুটির মৃত্যু হয়েছে৷   আরও পড়ুন-Puri Jagannath Temple: সপ্তাহান্তের লকডাউন শেষ, শনিবারেও দর্শণার্থীদের জন্য খুলছে পুরীর জগন্নাথ মন্দির

জানা গেছে, পথ কুকুরের মুখ থেকে শিশুর মুণ্ডু উদ্ধার হলেও দেহের খোঁজ এখনও মেলেনি৷ পুলিশের সন্দেহে খালের আশপাশে কোথাও শিশুটির মরদেহ পুঁতে দেওয়া হয়েছিল৷ কুকুর সেখান থেকেই মাথাটি ছিঁড়ে এনেছে৷ মৃত শিশুর পরিচয় জানতে ও দেহাংশ খুঁজে পেতে চলছে সব ধরনের খোঁজ খবর৷ গত কয়েকদিনে স্বাস্থ্যকেন্দ্রে কোনও শিশুমৃত্যুর তথ্য আছে কিনা তাও দেখা হচ্ছে৷ বিবিকুলামের রাজাজি হাসপাতালে গত ১০ দিনে কেউ বাচ্চার জন্ম দিয়েছেন এবং সেই শিশুকে বাড়িতে এনেছেন, এমন রেকর্ডও খতিয়ে দেখা হচ্ছে৷

পথ কুকুর যখান থেকে শিশুর মুণ্ডু নিয়ে আসতে পারে বনে সন্দেহ করা হচ্ছে, পুলিশ ইতিমধ্যেই সেই জায়গা সরেজমিনে খতিয়ে দেখে এসেছে৷ সঙ্গে ছিলেন পুলিশের কর্তাব্যক্তি থেকে শুরু করে স্থানীয় প্রশাসনও৷ এই ঘটনার সঙ্গে যোগ রেখে বিবিকুলামের গ্রাম প্রশাসনের তরফে থানায় একটি অভিযোগও দায়ের হয়েছে৷ সেই অভিয়োগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ৷