Rape/Representational Image (Photo Credit: PTI)

ভোপাল, ২২ জুনঃ ট্রেনের মধ্যে মহিলার সঙ্গে অশ্লীল আচরণ। মহিলার শাড়ি খুলে তাঁকে অর্ধনগ্ন করে সেই ছবি এবং ভিডিয়ো তোলেন একদল যুবক। এখানেই থেমে থাকেনি তাঁরা। এরপর মহিলাকে ধর্ষণ করতে উদ্যত হন। ধর্ষণের প্রতিবাদ করায় মহিলা এবং তাঁর সঙ্গে থাকা এক আত্মীয়কে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ওই যুবকের দলের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ চালকের চোখে ঘুম, আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে উলটে গেল শ্রমিক বোঝাই বাস

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গোয়ালিয়র জেলার বিলউয়া থানা এলাকা অন্তর্গত রেলস্টেশনের কাছে। সুরাট এক্সপ্রেসে চেপে মির্জাপুর থেকে সুরাট যাচ্ছিলেন ঝাড়খণ্ড নিবাসী ওই মহিলা এবং তাঁর এক আত্মীয়। কাজের সন্ধানে ১৭ জুন রওনা দিয়েছিলেন তাঁরা। কিন্তু রাতের ট্রেনে গোয়ালিয়র থেকে একদল যুবক ওঠেন তাঁদের কামরায়। হঠাৎই মহিলার সঙ্গে অভদ্র আচরণ শুরু করেন তাঁরা। মহিলার শাড়ি টেনে খুলে দিয়ে তাঁকে অর্ধনগ্ন করে দেন ট্রেনের মধ্যে। এরপর মোবাইল বের করে অর্ধনগ্ন মহিলার ছবি ভিডিয়ো তোলেন।

আরও পড়ুনঃ হাতুড়ি দিয়ে থেঁতলে দুই খুদে সন্তানকে খুনের অভিযোগ খোদ বাবার বিরুদ্ধে

যুবকের দলের এমন অভব্য আচরণের প্রতিবাদ করার মহিলা এবং তাঁর সঙ্গে থাকা ওই আত্মীয়কে চলন্ত ট্রেন থেকে ফেলে দেন তাঁরা। রেললাইনের ধারে সংজ্ঞাহীন অবস্থায় তাঁদের উদ্ধার করেন এক লাইন কর্মী। সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশে। পুলিশ এসে মহিলা এবং তাঁর সহযাত্রীকে হাসপাতালে নিয়ে যায়। মহিলার বয়ানের ভিত্তিতে অভিযুক্ত যুবকের দলের বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।