প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

মান্ডিয়া, ২২ জুনঃ নিজের দুই সন্তানকে হাতুড়ি দিয়ে মেরে মেরে খুন করার অভিযোগ উঠেছে খোদ বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে কর্ণাটকের (Karnataka) মান্ডিয়া জেলার শ্রীরঙ্গপটনার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মৃত দুই সন্তানের একজনের বয়স ৪ এবং অপরজনের ৩।

আরও পড়ুনঃ টয়লেট ক্লিনার খেয়ে মৃত্যু ডাক্তারি পড়ুয়ার, আত্মহত্যা নাকি খুন তদন্তে পুলিশ

ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে খবর, দুই খুদে সন্তানকে হাতুড়ি দিয়ে থেঁতলে খুন করে পলাতক অভিযুক্ত শ্রীকান্ত। বাবার হাতে খুন ৪ বছরের আদর্শ এবং ৩ বছরের অমূল্য। এদিন দুই খুদে সন্তানকে খুন করার পাশাপাশি স্ত্রী লক্ষ্মীকেও মারার চেষ্টা করেন অভিযুক্ত। কিন্তু কোনরকমে নিজের প্রাণ বাঁচান লক্ষ্মী।

আরও পড়ুনঃ মেয়েকে ধর্মান্তরিত করে হিজাব পরার চাপ, অভিযোগ বাবার

খুনের ঘটনায় অভিযুক্ত শ্রীকান্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে কী কারণে অভিযুক্ত এমন কাজ করেছেন তা এখনও স্পষ্ট করে জানতে পারেনি পুলিশ। তবে আহত স্ত্রী লক্ষ্মীকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ।