Tomatoes (Photo Credit Pixabay)

ভোপাল, ১৩ জুলাইঃ আগুন দামে বিকোচ্ছে টমেটো (Tomato Price Hike in India)। হাত দিলেই লাগছে চ্যাঁকা। সেই টমেটোর দামের চ্যাঁকা এবার লাগল মধ্যপ্রদেশের এক দম্পতির পরিবারে। জিজ্ঞাসা না করে রান্নায় টমেটো ব্যবহার করায় বেজায় চটলেন ব্যক্তির স্ত্রী। রাগের মাথায় স্বামীর ঘর ছাড়লেন মহিলা।

মধ্যপ্রদেশের (Madhya Pradesh) শাহদল জেলা নিবাসী সঞ্জীব বর্মণ ক্যাটারিং সার্ভিস চালান। সদ্য রান্নায় তিনি দুটো টমেটো ব্যবহার করেছিলেন। সেই নিয়ে তুমুল অশান্তি স্ত্রীয়ের সঙ্গে। এই বহুমূল্যের বাজারে কেন তাঁকে জিজ্ঞাসা না করে সঞ্জীব রান্নায় টমেটো দিয়েছেন, এই নিয়ে সুরু হয় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি। কোন্দল এক সময়ে এমন পর্যায়ে পৌঁছে যায় যে, স্বামীর ঘর ছাড়ার সিদ্ধান্ত নেন স্ত্রী। মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন তিনি।

হন্যে হয়ে স্ত্রীকে খুঁজে বেরান সঞ্জীব। বহু খোঁজাখুঁজির পরেও যখন মেয়ে এবং স্ত্রীর খোঁজ মেলেনি তখন বাধ্য হয়ে পুলিশের দারস্ত হন তিনি। লোকাল থানায় স্ত্রীর নিখোঁজ হওয়ার একটি অভিযোগ দায়ের করেন।

পুলিশি অভিযোগে সঞ্জীব জানান, রান্নায় টমেটো দেওয়া নিয়ে স্ত্রীয়ের সঙ্গে তাঁর অশান্তির সূত্রপাত। ধীরে ধীরে তা বাড়তে থাকে। এর পরেই মেয়েকে নিয়ে ঘর ছাড়েন স্ত্রী। তিন দিন যাবত কোন যোগাযোগ নেই তাঁদের। মেয়েকে নিয়ে স্ত্রী কোথায় গিয়েছেন কিছুই জানেন না তিনি।

সঞ্জীরের অভিযোগ পাওয়া মাত্রই তাঁর নিখোঁজ স্ত্রীয়ের খোঁজ চালায় লোকাল থানার পুলিশ। সন্ধান মিলেছে মেয়ে এবং স্ত্রীর। খুব শীঘ্রই মেয়েকে নিয়ে স্ত্রী বাড়ি ফিরবেন বলে সঞ্জীবকে আশ্বস্ত করেছেন পুলিশ।