নতুন দিল্লি, ২৪ সেপ্টেম্বর: সুস্বাস্থ্যে ভরপুর দীর্ঘ কেশ৷ চুলের যত্ন সংক্রান্ত বহু বিজ্ঞাপনে এমন মডেল আমাদের চোখে পড়ে৷ সেই মডেলরা যখন রক্ত মাংসের মানুষ তখন তাঁজের পথেঘাটে বেরতে হয়৷ দূষণ ধুলো আদ্রতার অত্যাচার থেকে রেহাই পাওয়া তাঁদের পক্ষেও দুস্কর৷ তবে পেশা যখন সৌন্দর্যকে ধরে রাখা, তখন লাইফস্টাইল সম্পর্কিত খাটাখাটনি একটু বেশি হবে, এটাই তো স্বাভাবিক৷ সেই সুন্দর চুলের যত্ন নিতে গিয়ে শেষমেশ অ্যাসাইনমেন্ট মিস করলেন, এমনকী, চাকরি খোয়াতে হল সেই মডেলকে৷ স্যাঁলোতে হেয়ারকাট (Haircut) করতে গিয়েই যত বিপত্তি৷ আরও পড়ুন-Coronavirus Cases In India: করোনার তাড়ণা, তৃতীয় ঢেউয়ের আশঙ্কা বাড়িয়ে ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ
অভিযোগ, মডেলের নির্দেশ না মেনে স্যাঁলোর হেয়ারড্রেসার নিজের ইচ্ছেমতো চুল কেটে দিলে, ওই তরুণী দেখেন তাঁর দীর্ঘ কেশ কাঁধও ঠিকমতো ছুঁতে পারছে না৷ এ নিয়ে স্যাঁলোর ম্যানেজারের কাছে তৎক্ষণাৎ অভিযোগ জানান, দীর্ঘ কেশ খোয়ানো মডেল আশনা রায়৷ বিষয়টি তখনকার মতো ধামাচাপা দিতে তাঁর চুলের বিনামূল্যে ট্রিটমেন্ট করে দেওয়ার অফার দেয় স্যাঁলো কর্তৃপক্ষ৷ এদিকে সেই ট্রিটমেন্টের পর দেখা যায়, আশনা রায়ের স্ক্যাল্প পুড়ে গেছে, জ্বালা করছে৷ কারণ হেয়ার কেয়ার প্রোডাক্টে ছিল অতিরিক্ত অ্যামোনিয়া যার জেরে ওই মডেলের স্ক্যাল্প নষ্ট হয়ে গেছে৷ এরপরেই জাতীয় উপভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনের (NCDRC) দ্বারস্থ হন আশনা রায়৷ মডেলের অভিযোগ খতিয়ে দেখার পর দিল্লির ওই বিলাসবহুল হোটেল চেনকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় NCDRC৷
এই প্রসঙ্গে এক বিবৃতিতে NCDRC জানায়, “আমরা মনে করি গোটা ঘটনার দায়ভার ওই হোটেলের স্যাঁলো কর্তৃপক্ষের উপরেই বর্তায়৷ এক্ষেত্রে অভিযোগকারিণীকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিলেই সুবিচার হবে৷ আগামী আট সপ্তাহের মধ্যে এই ক্ষতিপূরণ জমা করার নির্দেশ দেওয়া হয়েছে৷” NCDRC-র সভাপতি আরকে আগরওয়াল ও সদস্য ডক্টর এসএম কান্তিকরের বেঞ্চ জানায়, মহিলারা যে তাঁদের চুরে ব্যাপারে ভীষণ সচেতন হন, এবিষয়ে কোনও সন্দেহ নেই৷ চুলকে ভাল রাখতে তাঁরা প্রাণপাত করে৷ প্রয়োজনে চুলের যত্নআত্তিতে প্রচুর অর্থও ব্যয় করে৷ আশনা রায় মডেল, তিনি চুলের বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত৷ আর তাঁরই চুল নষ্ট হয়েছে, তাই ক্ষতিপূরণ তো দিতেই হবে৷