Coronavirus In India(Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৪ সেপ্টেম্বর: তৃতীয় ঢেউয়ের আশঙ্কাকে সত্যি করে ফের বাড়ছে করোনা সংক্রমণ (Coronavirus Cases In India)৷ গতকাল সারাদিনে দেশে নতুন করে মারণ রোগের কবলে পড়লেন ৩১ হাজার ৩৮২ জন৷ বৃহ্স্পতিবার সারাদিনে করোনাকে হারিয়ে বাড়িতে ফিরেছেন ৩২ হাজার ৫৪২ জন৷ একদিনে দেশে কোভিডের বলি ৩১৮ জন৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩ লাখ ১৬২৷ এতদিনে করোনাকে জয় করেছেন ৩ কোটি ২৮ লাখ ৪৮ হাজার ২৭৩ জন৷ দেশে করোনার মৃত্যুমিছিলে শামিল ৪ লাখ ৪৬ হাজার ৩৬৮ জন৷ আরও পড়ুন-West Bengal Weather Update: ফের ঘূর্ণাবর্ত, রবি সোমবার বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

মহামারী করোনাকে রুখতে চলতি বছর ১৬ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে টিকাকরণ কর্মসূচি নিয়ে মোদি সরকার৷ এখনও পর্যন্ত ৮৪ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ জন টিকাকরণের আওতায় এসেছেন৷ গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ৭২ লাখ ২০ হাজার ৬৪২ জন৷