নয়া দিল্লি, ১ জানুয়ারিঃ নতুন বছরের প্রথম দিনেই জ্বালানির যন্ত্রণা। নববর্ষে একধাক্কায় অনেকটা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। নববর্ষে কেন্দ্রীয় সরকার বাণিজ্যিক গ্যাসের দাম বাড়িয়েছে ২৫ টাকা প্রতি লিটার। নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি থেকে বেড়ে যাওয়া দামেই কিনবে হবে বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike)। তবে মধ্যবিত্তের রান্নাঘরে স্বস্তি। বাড়ানো হয়নি রান্নার গ্যাসের দাম।
কলকাতায় গত বছর অবধি ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের (LPG Price Hike) দাম ছিল ১৮৪৪.৫০। নতুন বছর থেকে ২৫ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ১৮৬৯.৫০। তবে কেবল কলকাতা নয়। একই হারে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে রাজধানী দিল্লি (Delhi) সহ মুম্বই (Mumbai) এবং চেন্নাইয়ে (Chennai)। রাজধানীতে বাণিজ্যিক গ্যাসের দাম পৌঁছেছে ১,৭৬৯ টাকা। মুম্বইয়ে ১,৭২১ টাকা। চেন্নাইয়ে ১,৯৭১ টাকা। গত বছরে বাণিজ্যিক গ্যাসের দাম বেশ কয়েকবার কমেছিল। কিন্তু নতুন বছর পড়তেই গ্যাসের দামে রাশ টেনেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো।
নতুন বছরে বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি (LPG Price Hike) পাওয়ার ফলে দুর্ভোগে পড়তে চলেছেন রেস্তোরাঁ, হোটেল মালিকেরা। গ্যাসের দাম বৃদ্ধর ফলে ব্যবসা চালাতে তাঁদের নাজেহাল অবস্থা। যার প্রভাব পড়বে আমার আপনার মত সাধারণ মানুষদের উপরও। রেস্তোরাঁ, হোটেলে গিয়ে রসনাতৃপ্তি করতে খসাতে হবে বাড়তি মূল্য।