Lok Sabha Speaker: কে হবেন ১৮'তম লোকসভার স্পিকার? ওম বিড়লার পর মনোনয়ন জমা ইন্ডিয়া জোট প্রার্থী কে সুরেশের
Congress MP K Suresh, Om Birla (Photo Credits: X)

নয়া দিল্লি, ২৫ জুনঃ লোকসভার স্পিকার পদ নিয়ে এবার টানটান উত্তেজনার পরিস্থিতি সংসদের অন্দরে। কে হবেন ১৮'তম লোকসভার স্পিকার? তবে ওই পদের জন্যে বিজেপি সাংসদ ওম বিড়লাকেই (Om Birla) মনে মনে বেছে রেখেছেন মোদী। লোকসভার স্পিকার কে হবেন সেই জল্পনার মাঝে  মঙ্গলবার সকাল সকাল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ওম বিড়লা। এরপর স্পিকার পদের জন্যে নিজের মনোনয়নও জমা দেন তিনি। এরই মাঝে ইন্ডিয়া জোট প্রার্থী তথা কংগ্রেস সাংসদ কে সুরেশ লোকসভার স্পিকার পদের জন্যে মনোনয়ন জমা দিলেন।

এদিকে লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে বিরোধীদের একমতে আনার জন্যে এনডিএ দায়িত্ব দিয়েছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজনাথ সিংহ এবং সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। সেই লক্ষ্যে বিরোধীদের সঙ্গে কথাবার্তা বলেন কেন্দ্রের দুই মন্ত্রী। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বিরোধী জোট 'ইন্ডিয়া'র শরিকদের সঙ্গে কথা বলেন রাজনাথ এবং কিরণ। তবে বিরোধীরা স্পষ্ট জানিয়ে দেয়, লোকসভার স্পিকার পদে মোদীর মনোনীত প্রার্থীকে সমর্থন তাঁরা করবেন, তবে সেই সমর্থন শর্ত সাপেক্ষ।

রায়বরেলির কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) মঙ্গলবার প্রকাশ্যে জানিয়েছেন, ১৮'তম লোকসভার স্পিকার পদে মোদীর বাছাই করা প্রার্থীকে সমর্থন করবেন তিনি। যদি ডেপুটি স্পিকারের পদ বিরোধী জোট 'ইন্ডিয়া'কে দেওয়া হয়। প্রধানমন্ত্রী বিরোধীদের সেই শর্ত মেনে নিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার পদে নির্বাচিত হবেন ওম বিড়লা। তবে ইন্ডিয়া জোট পালটা স্পিকার পদের প্রার্থী দেওয়ায় ২৬ জুন বুধবার লোকসভার স্পিকার নির্বাচনের জন্যে ভোট হবে। যা সাম্প্রতিক অতীতে ঘটেনি। এতদিন বিরোধিতা ছাড়াই লোকসভার স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।