বর কনেকে উদ্ধার করছে স্থানীয়রা (Photo Credits: Twitter)

পালামৌ, ২২ জুন: বর-কনেকে নিয়ে ফিরছিল গাড়ি। চালক ছাড়াও গাড়িতে ছিলেন আরও ২ সহযাত্রী। আচমকাই সেই গাড়ি উল্টে পড়ে যায় খরস্রোতা নদীতে বর-কনে সমেত গাড়িটি ততক্ষণে নদীতে ডুবন্ত। সম্মিলিত আর্তনাদে ছুটে আসেন স্থানীয়রা। সবাই মিলে নদীতে ঝাঁপিয়ে পড়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে বর-কনে ও তিন সহযাত্রীকে উদ্ধার করা হয়। রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) পালামৌতে। ইতিমধ্যেই বর্ষায় টইটম্বুর নদী থেকে স্থানীয়দের ডুবন্ত বর-কনেকে উদ্ধারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে। এমন ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি। আরও পড়ুন-Manmohan Singh Urges PM Narendra Modi: মিথ্যা তথ্য নয়, ভারতীয় ভূখণ্ড রক্ষা করতে গিয়ে শহিদ জওয়ানদের আত্মত্যাগের মর্যাদা দিতে হবে, মোদিকে মনে করিয়ে দিলেন মনমোহন

জানা গিয়েছে, বিয়ের পর্ব মিটিয়ে বরের বাড়িতে ফিরছিল গাড়িটি। গাড়িতে আত্মীয় স্বজনের সঙ্গে ছিলেন বর-কনেও। মালয় নদীর উপরের সেতুটি ভেঙে তাঁদের গাড়ি সোজা নদীতে গিয়ে পড়ে। ডুবন্ত গাড়িটি কিনারা থেকে প্রায় নদীর মধ্যে আধ কিলোমিটার চলে গিয়েছিল। স্থানীয়রাই সেই গাড়িটিকে নানান কসরতে টেনে আনেন তীরের কাছে। তারপর দুর্ঘটনাগ্রস্ত গাড়ির জানলার কাচ ভেঙে বর-কনে ও অন্যান্যদের উদ্ধার করা হয়। রবিবার দিনভর ঝাড়খণ্ড ও রাজধানী রাঁচিতে প্রবল বর্ষণ হয়েছে। এর জেরেই দুর্ঘটনাটি ঘটে বলে মনে করা হচ্ছে।