লাস ভেগাস: আমেরিকার (US) লাস ভেগাসে (Las Vegas) ছুরি (knife) নিয়ে হামলা চালাল এক আততায়ী। এর জেরে ২ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ৬ জন। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১১.৪০ মিনিটে। ঘটনাস্থল থেকে ৩০ বছর বয়সী ওই যুবককে আটক করে স্থানীয় ক্লার্ক কাউন্টি ডিটেনশন সেন্টারে (Clark County Detention Center) নিয়ে গেছে পুলিশ।
#BREAKING At approximately 11:42 a.m., the LVMPD received a report of a stabbing with multiple victims in front of a casino in the 3100 block of South Las Vegas Boulevard. At this time, at least six victims have been located. One victim has been declared deceased. pic.twitter.com/WegbwHZRf8
— LVMPD (@LVMPD) October 6, 2022
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবকটি প্রথমে কয়েকজন মহিলার কাছে গিয়ে তাঁদের সঙ্গে ছবি তোলার দাবি জানায়। বলে, সে একজন রাঁধুনি (chef) এবং সে তার সঙ্গে থাকা ছুরি নিয়ে ওই মহিলাদের সঙ্গে ছবি তুলতে চায়। কিন্তু, ওই যুবকের এই অদ্ভুত আবদার মানতে অস্বীকার করেন মহিলারা। এরপরই আচমকা উত্তেজিত হয়ে হাতে থাকা ছুরি নিয়ে এলোপাথাড়ি ওই মহিলাদের আক্রমণ করতে শুরু করে যুবকটি। নিমেষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে। কিছু মানুষ এই ঘটনার ভিডিও ও ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে থাকেন। আর কেউ কেউ ৯১১ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেয়। সঙ্গে সঙ্গে পুলিশ এসে ওই যুবককে গ্রেপ্তার করে নিয়ে যায়।
পুলিশ সূত্রে খবর, প্রাথমিক জেরায় ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলে জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে সে ছুরি নিয়ে সাধারণ মানুষের উপর চড়াও হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। ওই আততায়ীর ছুরির আঘাতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান আরেকজন। এখনও পর্যন্ত ৬ হাসপাতালে চিকিৎসাধীন।