কর্ণাটক: শিভামোগা জেলার তালুকে কায়াসানুর বন রোগে (Kysanur Forest Disease-KFD)-এ ১৯ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে। কিশোরী উদুপি জেলার মনিপালের কেএমসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, নতুন বছর কেএফডি-এর কারণে এটিই প্রথম মৃত্যু। আরও পড়ুন: Covid Update : ২৪ ঘন্টায় কোভিডে আক্রান্তের সংখ্যা ৪৭৫, মৃত ৬
সূত্রে খবর, মেয়েটি জেলার হোসানাগাড়া তালুকের আরমানে কোপ্পা গ্রামের বাসিন্দা। কিশোরী গত ২৬ ডিসেম্বর আনালেকোপ্পা গ্রামে গিয়েছিল। পর দিন তার জ্বর হয়। কিশোরীর পরিবার তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।
দেখুন
Kysanur Forest Disease Kills Girl in Shivamogga: 19-Year-Old Dies of KFD in Karnataka #KysanurForestDisease #Shivamogga #Karnataka https://t.co/WDcDsn4DBK
— LatestLY (@latestly) January 9, 2024
রোগের উপসর্গ
হঠাৎ করে ঠান্ডা লাগা, জ্বর এবং মাথাব্যথা শুরু হয়। প্রাথমিক লক্ষণ শুরু হওয়ার ৩-৪ দিন পরে বমি, রক্তপাতের সমস্যা সহ পেশীতে ব্যথা হতে পারে।