কলকাতাঃ ছুটির সকালে কলকাতায় (Kolkata) শীতের (Winter) আমেজ। ২৪ ঘণ্টার ব্যবধানে ৩ ডিগ্রি নামল তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিনে আরও তাপমাত্রা নামার ইঙ্গিত। ছুটির সকালে রৌদ্রজ্জ্বল পরিবেশ। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামীতে শীতের আমেজ আরও বাড়ার সম্ভাবনা। আজ, রবিবার কলকাতার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ২০ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
অন্যদিকে, গতকাল অর্থাৎ শনিবার থেকেই বীরভূমে নেমেছে তামমাত্রার পারদ। শনিবার বীরভূমের তাপমাত্রা নামে ১৫.৮ ডিগ্রিতে। এছাড়া । গত চার দিনে পুরুলিয়ায় তাপমাত্রা কমেছে প্রায় ৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের ছবিটাও এক। শনিবার দার্জিলিং-এর তাপমাত্রা নামে ১১.২ ডিগ্রিতে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী সোম ও মঙ্গলবার শহরের তাপমাত্রা নামবে ১৯ ডিগ্রির আশপাশে। বুধবার থেকে আরও কমবে তাপমাত্রা। পাশাপাশি আগামী কয়েকদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ তাকবে ৫৫ থেকে ৮৪ শতাংশের মধ্যে।
ছুটির সকালে শহরজুড়ে শীতের আমেজ, দিনভর কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
Capital City Forecast for 7 Days pic.twitter.com/DuRVu2LrGm
— IMD Kolkata (@ImdKolkata) November 8, 2025